বুধবার, ২৭ অগাস্ট ২০২৫, ০২:৫৩ পূর্বাহ্ন

চট্টগ্রামে একদিনে সর্বোচ্চ ৫৫৯ জনের করোনা শনাক্ত, মৃত্যু ৫

চট্টগ্রাম প্রতিনিধিঃ গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৫৫৯ জন, যা একদিনে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড। এ সময় করোনায় মৃত্যু হয়েছে আরও পাঁচ জনের। শনাক্তের হার ৩৪.১২ শতাংশ।

সোমবার (৫ জুলাই) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। এর আগে গত ১ জুলাই সর্বোচ্চ ৫৫২ জনের করোনা শনাক্ত হয়েছিল।

জেলা সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, চট্টগ্রামের ১০টি ও কক্সবাজারে একটি ল্যাবে এক হাজার ৬৩৮ জনের নমুনা পরীক্ষায় ৫৫৯ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্ত ব্যক্তিদের মধ্যে চট্টগ্রাম নগরের ৪১৪ জন এবং বিভিন্ন উপজেলার ১৪৫ জন রয়েছেন।

উপজেলায় করোনা আক্রান্তদের মধ্যে লোহাগাড়ার দুই জন, সাতকানিয়ার পাঁচ জন, বাঁশখালীর ১০ জন, চন্দনাইশের একজন, পটিয়ার ১২ জন, আনোয়ারার ৯ জন, বোয়ালখালীর সাত জন, রাঙ্গুনিয়ার ১৫ জন, রাউজানের ৩৬ জন, ফটিকছড়ির ছয় জন, হাটহাজারীর ১১ জন, সীতাকুণ্ডের ১৮ জন, মিরসরাইয়ের ৯ জন ও সন্দ্বীপের চার জন রয়েছেন।

চট্টগ্রামে এ পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৬০ হাজার ৯২৭ জন। মোট শনাক্তদের মধ্যে নগরীর ৪৭ হাজার ৩৮১ জন ও জেলার বিভিন্ন উপজেলার ১৩ হাজার ৫৪৬ জন রয়েছেন।

গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনা আক্রান্ত মৃত পাঁচ জনের মধ্যে একজন চট্টগ্রাম নগরের বাসিন্দা, নগরের বাইরের বাসিন্দা চার জন। করোনা আক্রান্ত হয়ে চট্টগ্রামে এ পর্যন্ত মোট ৭২২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৪৮২ জন চট্টগ্রাম নগরের। বিভিন্ন উপজেলায় মারা গেছেন ২৪০ জন।

রোববার (৪ জুলাই) চট্টগ্রামে ৩৬৯ জনের করোনা শনাক্ত হয়েছিল। মৃত্যু হয়েছিল ছয় জনের। শনাক্তের হার ছিল ৩৩.৮৮ শতাংশ। শনিবার (৩ জুলাই) চট্টগ্রামে ২৬২ জনের করোনা শনাক্ত হয়। মৃত্যু হয় একজনের। শনাক্তের হার ছিল ২৫ শতাংশ। শুক্রবার (২ জুলাই) চট্টগ্রামে ৪২১ জনের করোনা শনাক্ত হয়। মৃত্যু হয় চার জনের। শনাক্তের হার ছিল ৩৪.১৭ শতাংশ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com