বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫, ০৭:৩৩ পূর্বাহ্ন

চট্টগ্রামের প্রবেশদ্বার নতুন ব্রীজ এলাকায় চলছে অবাধে মাদকের রমরমা ব্যবসা

চট্টগ্রাম ব্যুরোঃ বন্দর নগরী চট্টগ্রামের প্রবেশদ্বার নতুন ব্রীজ এলাকায় চলছে অবাধে মাদকের রমরমা ব্যবসা। অনুসন্ধানে জানা যায়, নতুন ব্রীজ নবাব খাঁ মসজিদের সামনে আব্দুল, নুনী, প্রকাশ্যে দিবালোকে ইয়াবা ব্যবসা চালিয়ে যাচ্ছে। নামপ্রকাশে অনিচ্ছুক কয়েকজন ব্যক্তি বলেন, তাদের কারণে নতুন ব্রীজ এলাকায় নতুন নতুন অপরাধ ও নানা রকম অসামাজিক কার্যক্রম সংগঠিত হচ্ছে। নতুন ব্রীজের পূর্ব পার্শ্বে বাস্তুহারা মসজিদ কলোনী, দর্জি কলোনী, মন্দির পাড়াসহ, আশপাশের এলাকায় গাজা, ফেন্সিডিল, ইয়াবা ব্যবসা চালিয়ে যাচ্ছে কতিপয় প্রভাবশালী ব্যক্তি।
নতুন চাক্তাই ব্রীজ এর নিচে গাজা, ফেন্সিডিল, ইয়াবা ব্যবসা চালিয়ে যাচ্ছে সোহেল, তার স্ত্রী ও তার শাশুড়ী। আরো অনুসন্ধানে জানা যায়, সোহেলের স্ত্রী ও শাশুড়ী রোহিঙ্গা। অত্র এলাকায় বসবাসকারী জনসাধারণ মাদকের করাল গ্রাস থেকে যুব সমাজকে বাঁচানোর জন্য আইনপ্রয়োগকারী সংস্থার সহযোগিতা চেয়েছেন। অচিরেই এব্যাপারে ব্যবস্থা না নিলে ভবিষ্যতে তা ভয়াবহ রূপ ধারণ করবে বলে তারা অভিমত ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com