বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫, ০৩:৩০ অপরাহ্ন
চট্রগ্রাম প্রতিনিধিঃঃ
চট্টগ্রামের কর্ণফুলী থানা এলাকায় অভিযান চালিয়ে ২১ হাজার ৫শ পিস ইয়াবাসহ সম্রাট মাদক আসদার আলী কে গ্রেফতার করেছে র্যাব-৭।
জানা গেছে, র্যাব-৭ এর একটি আভযানিক টিম গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে মাদক ব্যবসায়ী আসদার আলী টেকনাফ হতে বিপুল পরিমান ইয়াবা নিয়ে চট্টগ্রামের দিকে আসছে। উক্ত তথ্যের ভিত্তিতে ৩ মার্চ শনিবার সন্ধ্যায় স্কোঃ লীঃ শাফায়াত জামিল ফাহিম পিপিএম এর নেতৃত্বে র্যাব সদস্যরা চট্টগ্রাম মহানগরীর কর্ণফুলী থানাধীন মইজ্জারটেক আক্তারুজ্জামান চৌধুরী চত্ত্বরে মায়মুনা শফি টাওয়ারের সামনে পাকা রাস্তার উপর একটি বিশেষ চেকপোষ্ট স্থাপন করে তল্লাশী করতে থাকে। এ সময় রাজশাহী জেলার মতিহার থানার হরিয়ান চিনিকল গ্রামের মৃত আজগর আলীর ছেলে মোঃ আসদার আলী (৫০) এর গতিবিধী সন্দেজনক হলে তাকে আটক করে। এসময় তার দেহ ও সাথে থাকা ব্যাগ তল্লাশী করে ২১ হাজার ৫শ পিস ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামীকে তাৎক্ষনিক জিজ্ঞাসাবাদে জানা যায়, সে উক্ত ইয়াবা কক্সবাজারের টেকনাফ থেকে নিয়ে আসে এবং রাজশাহী এলাকায় সরবরাহ করবে কিন্তু পথিমধ্যে র্যাবের চেকপোষ্টে হাতেনাতে ধরা পড়ে। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ১ কোটি ৭ লক্ষ ৫০ হাজার টাকা।
গ্রেফতারকৃত আসামীকে এবং উদ্ধারকৃত মাদক সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ১৯৯০ (সংশোধনী/২০০৪) এর ১৯(১) টেবিলের ৯(খ) ধারা মোতাবেক চট্টগ্রাম মহানগরীর কর্ণফুলী থানায় হস্তান্তর করা হয়েছে।