বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর ২০২৫, ০১:২৫ পূর্বাহ্ন

ঘোড়াঘাটসহ ৬ আসনের মনোনয়ন প্রত্যাশিরা মাঠে-ময়দানে

ঘোড়াঘাট(দিনাজপুর)প্রতিনিধি॥ একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঘোড়াঘাটসহ ৬ আসনের মনোনয়ন প্রত্যাশিরা মাঠে-ময়দানে। ঘোড়াঘাট উপজেলা থেকে ৩জন মনোনয়ন প্রত্যাশির মধ্যে নেপের ঘোড়াঘাট উপজেলার গোপালপুর এলাকার এবং জেলা সভাপতি এডঃ কাজী লুৎফর রহমান গ্রিন সিকনাল পাওয়াতে এলাকায় মিষ্টি বিতারন করেছে। অপরদিকে, আওয়ামীলীগ থেকে মনোনয়ন প্রত্যাশি পালশা এলাকার মাকসুদুর রহমান ভোটারদের কাছে দোয় চেয়েছেন। পৌর সদরের বাংলাদেশ যুবলীগের কায্য নির্বাহী কমিটির সহ সম্পাদক রাজিয়া সুলতানা ঘোড়াঘাটের বিভিন্ন মসজিদ,মাদ্রাসায় মিলাদ মাহফিল করছেন।

আওয়ামীলীগ ও বিএন পিসহ অন্যান্য প্রার্থীরা এক দিকে ঢাকা অন্য দিকে এলাকায় ভোটাদেও কাছে চসে বেড়াচ্ছেন। তারা তাদের এলাকায় রাজনৈতিক ও সামাজিক কার্যক্রমের কথা তুলে ধরছেন। মনোনয়ন প্রত্যাশিরা সাধারন মানুষের পাশে গিয়ে নানা ধরন সহযুগিতার আস্বাস দেয়াসহ থানা বা কোটের আইনি সহায়তা দেয়ার প্রতিশ্রতি দিচ্ছেন।

দিনাজপুর ৬ আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশি ৫জন। তারা হলেন বর্তমান এমপি নবাবগজ্ঞ উপজেলার স্বপ্নপুরির শিবলি সাদিক, বিরামপুরের আতাউর রহমান,ঘোড়াঘাটের কাজী মাকসুদুর রহমান চৌধুরী(লাবু চৌধুরী), ভাদুরিয়র সাবেক এমপি আজিজুর রহমান ঘোড়াঘাটের রাজিয়া সুলতানা আক্তার বর্ষা। ঘোড়াঘাটের বি এন পির এডঃ নুরনবী, বিরামপুরের আনোয়ার হোসেন, হিলির জামায়াতের আনোয়ারুল ইসলাম ঘোড়াঘাটের পি এন পি-আহমেদুর রহমান খোকন, নবাবগজ্ঞের স্বপ্নপুরির মালিক জাতীয় পাটির দেলোয়ার হোসেন, নেপের ঘোড়াঘাট উপজেলার কাজী লুৎফর রহমান।

মনোনয়ন প্রত্যাশিরা এক দিকে পাটির চেয়ারম্যানের কাছে এবং অন্যদিকে এলাকায় ভোটারদের কাছে বেশ ছুটো ছুটি করতে দেখা যায়। ৪ উপজেলা নিয়ে দিনাজপুর ৬ আসন। ঘোড়াঘাট, বিরামপুর, হিলি ও নবাবগজ্ঞ উপজেলার মোট ভোটারের সংখ্যা ৪ লাখ ৬৪ হাজার ৯শ ৮২ জন। তার মধ্যে মহিলা ভোটার ২ লাখ ৬৪ হার ৫শ ৮২ জন এবং পুরুষ ভোটার ২ লাখ ৪শ জন। এ দিকে এ আসনের স্থানীয় প্রশাসন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি শুরু করেছেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com