রবিবার, ৩১ অগাস্ট ২০২৫, ০৪:২৯ অপরাহ্ন

ঘূর্ণিঝড় ভেঙেছে বাঁধ, দমকা হাওয়া–বৃষ্টির দাপট সারাদেশে

ফাইল ছবি: রেমাল ঝড়, একুশের কণ্ঠ ফাইল ছবি: রেমাল ঝড়, একুশের কণ্ঠ

ঘূর্ণিঝড় ভেঙেছে বাঁধ, দমকা হাওয়া–বৃষ্টির দাপট সারাদেশে

 

নিজস্ব সংবাদদাতা: প্রবল ঘূর্ণিঝড় রিমালের প্রাথমিকভাবে তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে বঙ্গোপসাগরে । সাতক্ষীরার শ্যামনগরে বাড়ি থেকে আশ্রয়কেন্দ্রে যাওয়ার পথে ঘূর্ণিঝড়ের আগে পড়ে গিয়ে মারা যান ৬৫ বছর বয়সী এক বৃদ্ধ ।

 

সাগর বিক্ষুব্ধ থাকায় পায়রা ও মোংলা সমুদ্রবন্দরকে ১০ নম্বর মহাবিপৎসংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। উপকূলীয় জেলা খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠী, বরগুনা, বরিশাল, ভোলা, পটুয়াখালী এবং এর অদূরবর্তী দ্বীপ ও চর ১০ নম্বর মহাবিপৎসংকেতের আওতায় থাকবে।

ফাইল ছবি: ঝড়, একুশের কণ্ঠ

ফাইল ছবি: ঝড়, একুশের কণ্ঠ

কক্সবাজার ও চট্টগ্রাম সমুন্দ্রবন্দরকে নয় নম্বর মহাবিপৎসংকেত দেখাতে বলা হয়েছে। কক্সবাজার, চট্টগ্রাম, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর এবং এর অদূরবর্তী দ্বীপ ও চর নয় নম্বর বিপৎসংকেতের আওতায় থাকবে।

খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠী, বরগুনা, বরিশাল, ভোলা, পটুয়াখালী, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, কক্সবাজার ও চট্টগ্রাম নদীবন্দর চার নম্বর নৌ-মহাবিপৎসংকেতের আওতায় থাকবে।

 

 

ঝড় সংক্রান্ত আরও সংবাদ দেখুন : সন্ধ্যায় উপকূলে আঘাত হানতে পারে “ঘূর্ণিঝড় রেমাল”

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com