রবিবার, ০৩ অগাস্ট ২০২৫, ০৪:৪৮ পূর্বাহ্ন
সুরেশ চন্দ্র রায়, মানিকগঞ্জ থেকেঃ মানিকগঞ্জের ঘিওরে রাইস ট্রান্সপ্লান্টার যন্ত্র দ্বারা ধানের চারা রোপণ কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষনা করা হয়েছে ।
২২ ফেব্রুয়ারী উপজেলার বানিয়াজুরি এলাকার ফসলী মাঠে আয়োজিত অনুষ্ঠানে মানিকগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. শাহ্জাহান আলী বিশ্বাসের সভাপতিত্বে মানিকগঞ্জ জেলা প্রশাসক এস এম ফেরদৌস প্রধান অতিথি হিসেবে মূল্যবান বক্তব্য শেষে এ কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষনা করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপজেলা কৃষি কর্মকর্তা বিপুল হোসেন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক মো. আশরাফুজ্জামান, উপজেলা নির্বাহী কর্মকর্তা আইরিন আক্তার বক্তব্য রাখেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ, বানিয়াজুরী ইউপি চেয়ারম্যান আবুল কাসেম চতু, দৈনিক ভোরের কাগজের প্রতিনিধি সুরেশ চন্দ্র রায়, দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি মো. শফি আলম, এলাকার কৃষক-কৃষাণী প্রমুখ উপস্থিত ছিলেন।
ঘিওর উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা উজ্জ্বল হোসেন ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. আব্দুর রাজ্জাক।