বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫, ০৯:২৬ অপরাহ্ন

ঘামের দুর্গন্ধ দূরের নতুন উপায় উদ্ভাবন

লাইফস্টাইল ডেস্ক:: শরীরের দুর্গন্ধ দূর করতে আমরা সাধারণত স্নান করি, ডিওডোরেন্ট, অ্যান্টি-পার্সপির্যান্ট ও পাউডার মাখি। অথবা বগলের লোম কামিয়ে ফেলি। কিন্তু গরমে ঘামের দুর্গন্ধ রুখতে শেষ পর্যন্ত কিছুই ঠিক কার্যকর হয় না। কিন্তু সম্প্রতি বিজ্ঞানীরা জানিয়েছেন, তারা শরীরের দুর্গন্ধ দূর করার আরো অত্যাধুনিক পদ্ধতি খুঁজে পেয়েছেন।

মানুষের বগল থেকে বের হওয়া ঘামে আসলে তেমন কোনো গন্ধ নেই। কিন্তু ত্বকের উপরে বাস করা বিশেষ ধরনের ব্যাকটেরিয়াই যতসব গন্ধের উৎস। গন্ধহীন ঘামকে রূপান্তরিত করে তারা মানুষের শরীরে গন্ধ ছড়ায়।

ইউনিভার্সিটি অব ইয়র্ক ও অক্সফোর্ডের দুই দল গবেষক বলছেন, এই ব্যাকটেরিয়া কিভাবে কাজ করে সেই রহস্যের প্রথম ধাপ উন্মোচন করেছেন তারা। আর এর মাধ্যমে শরীরের দুর্গন্ধ দূর করার আরো অত্যাধুনিক পদ্ধতি খুঁজে পাওয়া সম্ভব হবে।

শরীরের ত্বকে দুই ধরণের গ্ল্যান্ড বা গ্রন্থি থেকে ঘামের উৎপত্তি। শরীর চর্চা বা পরিশ্রমের ফলে যে ঘাম উৎপন্ন হয় তা তৈরি করে একরিন গ্রন্থি। এই ঘামে দুর্গন্ধ নেই ও তা আমাদের শরীরকে ঠাণ্ডা করে। আরেকটি হলো অ্যপোক্রিন গ্রন্থি। যার উপস্থিতি বগল ও গোপনাঙ্গের আশপাশে।

যেখানে রয়েছে অবাঞ্ছিত লোম। এখান থেকে যে ঘাম উৎপত্তি হয় তাতে রয়েছে এক বিশেষ ধরনের প্রোটিন। যা দুর্গন্ধহীন হলেও ব্যাকটেরিয়ার কারণে এটি দুর্গন্ধে রূপান্তরিত হয়। এই ব্যাকটেরিয়ার মারাত্মক ক্ষমতা, তারা এই কাজে ওই বিশেষ ধরনের প্রোটিনটি ব্যবহার করে।

শরীরের দুর্গন্ধ দূর করতে সাধারণত জনপ্রিয় দু’টি পণ্য হোল ডিওডোরেন্ট ও অ্যান্টি-পার্সপির্যান্ট। ডিওডোরেন্ট সুগন্ধি ব্যবহার করে দুর্গন্ধকে ঢেকে দেয়। এতে ব্যাকটেরিয়া প্রতিরোধী কিছু উপাদানও রয়েছে। অন্যদিকে অ্যান্টি-পার্সপির্যান্ট ঘামের পরিমাণ কমিয়ে দেয়। বলা যেতে পারে লোমকূপে এক ধরনের ছিপি এটে দেয়।

ইউনিভার্সিটি অব ইয়র্কের জীববিদ্যা বিভাগের ড. গ্যাভিন থমাস বলছেন, আমাদের শরীরে যে ব্যাকটেরিয়া রয়েছে তার মধ্যে মাত্র কয়েকটি দুর্গন্ধের জন্য দায়ী। এই ব্যাকটেরিয়ার বৈজ্ঞানিক নাম স্টেফালোককাস হমিনিস। এই ব্যাকটেরিয়া যে প্রোটিনটি ব্যবহার করে, নতুন প্রজন্মের স্প্রে, রোল-অন ডিওডোরেন্টে তা প্রতিরোধী উপাদানই হবে দুর্গন্ধের নতুন অস্ত্র। সূত্র: বিবিসি

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com