রবিবার, ২৪ অগাস্ট ২০২৫, ০২:০১ পূর্বাহ্ন
রাজু আহমেদ, কলাম লেখক, একুশের কন্ঠ : আপনার স্বজনের কেউ ব্যবসা করে বা প্রবাসে থেকে লাখ টাকা আয় করে কিন্তু তার ওপর কারো কোন প্রত্যাশা নাই! তুমি দু’পয়সার চাকুরি করো কিন্তু পরিবার-স্বজনের তোমার কাছে প্রত্যাশার শেষ নাই! ইদ এলে সবাই তোমার পানে তাকিয়ে থাকে, কারো বিয়ে তাতে ভরসা তুমি, কারো অসুখে ওষুধের পয়সা তোমার!
সবগুলোতে কন্ট্রিবিউট করতে পারা নিঃসন্দেহে ভালো কাজ কিন্তু তাদের আকাঙ্খা যখন তোমার সাধ্য অতিক্রম করে তখন তোমাকে পালাতে হয়! পরিবার ভাবতে শুরু করে, ছেলেটা ভালোই ছিল কিন্তু বিয়ে হতেই বউয়ের পাল্লায় পড়েছে!
আজকাল চাকুরির বেতন বাজারের গরমের সাথে কুলিয়ে ওঠে না! মাসে মাসে বিবাহের নেমন্তন্ন, বসের সন্তানের জন্মদিনে, বন্ধুদের বার্ষিকীর আমন্ত্রণে লাজে মুখ লুকানোর অবস্থা হয়! এর মধ্যে সঙ্গীর যদি শপিংয়ের বাতিক থাকে, সন্তানের খরচ থাকে, সামাজিকতার দায় থাকে তবে পুরুষ, তুমি পালাবে কোথায়?
তুমি আলু-কচুর দোকান দিলে, পত্রিকা বিক্রি করলে জাত গেল জাত গেল বলে জাতিস্বরের দল মিছিল দেবে! তারা কাজ বলতে চাকুরিকেই বোঝে! আবার যদি করে পাবলিকে পড়াশোনা তবে তো হাল-বেহাল করে ছাড়ে! এতো ছোট চাকুরি কর? আরও বড় চাকুরি পাওয়া উচিত ছিল!
এই সমাজে এখনো ব্যবসাকে সাফল্য হিসেবে স্বীকৃতি দেয়া হয় না! লাখ টাকা আয় ছেড়েও মানুষকে কয়েক হাজার টাকার চাকুরিতে যেতে মোটিভেশান দেয়া হয়! তাও যদি স্বাধীনতা বলে কিছু থাকতো! দেড় ঘন্টা ছুটির জন্য তিনজন বসের কাছে হাতকচলানো লাগে। সফলতার ব্যবসায়ীরা চাকুরিকে দুনিয়া ও আখেরাতের সাফল্য অর্জনের মানদন্ড করেছে! আখেরে যে তারা আখের গুচাচ্ছে সেটা গুজব নয়! মোটিভেশান ব্যবসা ভালোই জমেছে!
চাকুরিতে পাঠিয়ে আপনাকে টাকার মেশিন ভাবতে শুরু করবে! তারা মনে করে, কোটি টাকা তো মাসে আয় করেনই! বাজারে গেলে, সাহেবকে বড় মাছটা দে, গোশত ৫ কেজি নেবেন নাকি ১০ কেজি, রিকশাওয়ালার ভাড়া ডবল, ভিক্ষুকও দশটাকা নিতে নারাজ! হোটেলের বয় টিপসে আরেকটু বাড়তি আশা করে! মোটামুটি সুখে অসুখ বাধিয়ে দেয়! চরম প্রতিকূলতার সাথে লড়াই করে যে টিকে যায় তার বদনামের শেষ নাই!
যিনি না টেকে সে ঘুষ খায়! ঘুষখোরের সন্তান বেয়াড়া হয়! স্ত্রী কথা শোনে না! লোভ এমন পর্যায়ে যায় যে শেষ পরিনতিতে জেল! এই যে অধঃপতন, তার দায় সমাজ এড়াতে পারে না! তবে যারা স্বভাবে ঘুষখোর তারা বউয়ের কিছু করে দিতে গেলেও টাকা চাইবে! ও ময়লা দুনিয়ার কোন মেডিসিনে দূর হবে না!