বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ০২:০৫ পূর্বাহ্ন

গ্রেপ্তারের প্রতিবাদে চিকিৎসকদের প্রাইভেট চেম্বার বন্ধ, রোগীদের ভোগান্তি

লালমনিরহাট প্রতিনিধি:: দুই চিকিৎসককে গ্রেপ্তারের প্রতিবাদে লালমনিরহাট সদর উপজেলাসহ পাঁচটি উপজেলায় প্রাইভেট চেম্বারে রোগী দেখা বন্ধ রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছে জেলার বিভিন্ন এলাকা থেকে আসা বিভিন্ন রোগীরা।

সোমবার (১৭ জুলাই) সন্ধ্যায় লালমনিরহাট জেলা শহরের প্রাণকেন্দ্র মিশনমোড় এলাকায় চিকিৎসকদের সব থেকে বড় চেম্বার রাফি মেডিকেল সেন্টারে গেলে অসংখ্য রোগীদের ফেরত যেতে দেখা যায়।

সরেজমিনে বিভিন্ন প্রাইভেট চেম্বার ও ডায়াগনস্টিক সেন্টারে ঘুরে দেখা গেছে নানা সমস্যা নিয়ে স্বাস্থ্য পরামর্শ নিতে আসা রোগীরা চিকিৎসকের জন্য অপেক্ষা করছেন।

সিকিৎসকদের একাধিক চেম্বার ও ডায়াগনস্টিক সেন্টারের পরিচালকদের সাথে কথা বলে জানা গেছে, সেন্ট্রাল হাসপাতালের ঘটনায় দুই চিকিৎসককে গ্রেপ্তারের প্রতিবাদে লালমনিরহাট সদর উপজেলাসহ পাঁচটি উপজেলার ৩০টি বেসরকারী ডায়াগনস্টিক সেন্টারসহ প্রায় শতাধিক প্রাইভেট চেম্বারে বিভিন্ন রোগের চিকিৎসায় অভিজ্ঞ এমবিবিএস চিকিৎসকেরা রোগীদেরকে স্বাস্থ্য পরামর্শ দেওয়া বন্ধ রেখেছেন। প্রতি চেম্বারে এতে শত শত রোগী ডাক্তার দেখাতে না পেয়ে ফিরে গেছেন। গ্রাম থেকে শহরে চিকিৎসক দেখাতে আসা নারী, পুরুষ ও শিশুরা রোগীরা ভোগান্তিতে পড়েছে।

লালমনিরহাট জেলা শহরের প্রাণকেন্দ্র মিশনমোড়ে অবস্থিত রাফি মেডিকেল সেন্টারে জ্বর নিয়ে আসা এক রোগী বলেন, ‘গত দুইদিন ধরে আমার শরীরে জ্বর বইছে। স্থানীয় গ্রাম্য ডাক্তার দেখিয়ে ঔষুধ খেয়েছি, কোন উন্নতি হয়নি। অনেক দূর থেকে এসেছি এখানের ডাক্তার দেখাতে। কিন্তু এতোদুর থেকে এসে শুনি ডাক্তার নাকী দুইদিন রোগী দেখবে না। এখন কি করবো ঠিক বুঝতে পারছি না খুব সমস্যায় পড়লাম ভাই।

সদর উপজেলার তিস্তা নদী তীরবর্তী রাজপুর ইউনিয়ন থেকে আসা রোগী জাহানার বেগম (৫০) বলেন, আজ সকাল থেকে ‘পেশার (রক্তচাপ) সমস্যা বেড়েছে। ডাক্তার দেখাতে এসেছি, কিন্তু এসে শুনি, ডাক্তার রোগী দেখছেন না। আমাদের তো খুব সমস্যা। কবে দেখবে কেউ বলতে পারছেনা।

লালমনিরহাট মনোয়ারা ক্লিনিক এন্ড ডায়াগস্টিক সেন্টারের পরিচালক মনজুম আলী বলেন, ‘ডাক্তারকে গ্রেপ্তারের প্রতিবাদে আমাদের প্রাইভেট চেম্বার ও ডায়াগনস্টিক সেন্টারে যে কজন এমবিবিএস ডাক্তার বসেন তারা রোগী দেখবেন না বলে জানিয়েছেন। এজন্য চেম্বার গুলো বন্ধ আছে, তবে ক্লিনিকের কার্যক্রম চালু আছে।

এ ব্যাপারে একাধিক চিকিৎসকের সাথে যোগাযোগ করে কথা বলার চেষ্টা করা হলেও চিকিৎসকেরা তাদের মন্তব্য জানাতে রাজি হননি।

লালমনিরহাট সিভিল সার্জেন ডা. নির্মলেন্দু রায় মুঠোফোনে জানান, ‘প্রাইভেট চেম্বার ও ডায়াগনস্টিক সেন্টারে দেশের বিভিন্ন হাসপাতাল হতে আসা এমবিবিএস চিকিৎসকেরা রোগী দেখছেন না শুনেছি। তবে আমাদের সরকারী স্বাস্থ্য কমপ্লেক্সে যথা নিয়মে অন্তঃবিভাগ ও বহির্বিভাগে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com