সোমবার, ০৪ অগাস্ট ২০২৫, ১১:০৯ অপরাহ্ন
আল আমিন মন্ডল বিপ্লব (বগুড়া) প্রতিনিধি : বৃহস্পতিবার গ্রীণ কলাকোপা এষ্টেটের চেয়ারম্যান মরহুমা ডাঃ সূর্যাতুন নাহারের ৯ম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে কলাকোপা হায়াতুননেছা সিরাজুল হক হাফেজিয়া মাদ্রাসায় কুরআন খানী এর বাদ মাগরিব কলাকোপা বায়তুস সূজুত জামে মসজিদে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত দোয়া মাহফিলে অংশ নেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও কেন্দ্রীয় কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি এবং সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু, গ্রীণ কলাকোপা এষ্টেটের মহাপরিচালক এবং দৈনিক উত্তর কোণ পত্রিকার ব্যবস্থাপনা পরিচালক শামসুন নাহার জামান, দৈনিক উত্তর কোণ পত্রিকার সম্পাদক সাহেদুজ্জামান সিরাজ বিজয়, গ্রীণ কলাকোপা এষ্টেটের পরিচালক তাহরিমা আফরিন তমা, সাদাদুজ্জামান জাওয়াদ সহ গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় মূসুল্লীগণ উপস্থিত ছিলেন।