শনিবার, ২৩ অগাস্ট ২০২৫, ০৮:৩৩ পূর্বাহ্ন

গ্রাহক পর্যায়ে বাড়ল বিদ্যুতের দাম

নিজস্ব প্রতিবেদক, ই-কণ্ঠ অনলাইন ডেস্ক:: গ্রাহক পর্যায়ে ইউনিট প্রতি ১৯ পয়সা হারে বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে। চলতি বছরের ১ জানুয়ারি থেকে নতুন দাম কার্যকর হবে।

বৃহস্পতিবার (১২ জানুয়ারী) এক নির্বাহী আদেশে বিদ্যুতের দাম বাড়ানোর এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, এখন থেকে প্রতি মাসে বিদ্যুতের খুচরা দাম সমন্বয় করা হবে।

এর আগে গত রবিবার গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম প্রতি ইউনিটে ১ টাকা ২১ পয়সা বাড়ানোর সুপারিশ করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। ওই দিন রাজধানীর বিয়াম মিলনায়তনে সঞ্চালন সংস্থা ও বিতরণ কোম্পানিগুলোর দাম বৃদ্ধির প্রস্তাব নিয়ে গণশুনানি শেষে এ সুপারিশ করে বিইআরসির কারিগরি কমিটি।

 

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com