বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫, ০৪:৫৩ অপরাহ্ন
লিয়াকত হোসাইন লায়ন, জামালপুর প্রতিনিধি॥
জামালপুরের ইসলামপুরে গ্রাম আদালতে শতাধিক মামলা নিস্পত্তিতে সন্মাননা পেল দুই ইউনিয়ন পরিষদ। অল্প সময়ে স্বল্প খরচে সঠিক বিচার প্রতিনিয়তই পেতে চলেছে সাধারণ মানুষ। উপজেলার বেলগাছা ইউনিয়ন পরিষদ ও পাথর্শী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইতিমধ্য শতাধিক মামলা নিস্পত্তি করে বিচারিক ধারাবাহিকতা অব্যহত রাখা সহ সামাজিক হৃদতা বৃদ্ধিতে অবদান রেখেছে। সেই লক্ষেই জামালপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (২য় পর্যায়) প্রকল্পের গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও করণীয় শীর্ষক বার্ষিক সমন্বয় সভা তাদের সন্মাননা প্রদান করা হয়।
এ সময় স্থানীয় সরকারের উপপরিচালক মোহাম্মদ কবির উদ্দীন, অতিরিক্ত পুলিশ সুপার মো. বাছির উদ্দিন, মেলান্দহ উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী কামরুজ্জামান, এড, জামান আবদুন নাছের বাবুর, ইউএনডিপির জেলা সহায়ক মালিক শামীম আখতার, উন্নয়ন সংঘের মানবসম্পদ বিভাগের পরিচালক জাহাঙ্গীর সেলিম, মাহমুদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জিন্নাহ সহ অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।