মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫, ০৯:০২ অপরাহ্ন

গ্রামীণ ব্যাংকের সাবেক চেয়ারম্যানসহ ১৯ জনের বিরুদ্ধে মামলা

সাবেক চেয়ারম্যান এ কে এম সাইফুল মজিদ

নিজস্ব প্রতিবেদক:: গ্রামীণ টেলিকম ভবনে হামলা ও দখলের অভিযোগে ব্যাংকটির সাবেক চেয়ারম্যান এ কে এম সাইফুল মজিদসহ ১৯ জনকে আসামি করে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেস্ট আদালতে একটি মামলা করা হয়েছে।

রোববার (১০ নভেম্বর) ঢাকা মেট্রোপলিটন আদালতের বিচারক পার্থ প্রতিম মামলাটি গ্রহণ করেন। রাজধানীর শাহ আলী থানাকে তদন্ত করে এফআইআর দায়ের করতে বলা হয়েছে।

মামলায় অভিযোগ করা হয়, নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. ইউনূসের গড়া প্রতিষ্ঠান গ্রামীণ টেলিকমের প্রধান কার্যালয়ে হামলা ও দখল করার উদ্দেশে চলতি বছরে ১২ ফেব্রুয়ারি হামলা চালানো হয়।

এতে আরও বলা হয়, এ হামলার নেপথ্যে ছিলেন গ্রামীণ ব্যাংকের সাবেক চেয়ারম্যান এ কে এম সাইফুল মজিদ, ব্যারিস্টার মাসুদ আকতারসহ অনেকে। তাদের বিরুদ্ধে দখল, ভাঙচুর, লুটপাট ও প্রতারণার অভিযোগ আনা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com