শুক্রবার, ০১ অগাস্ট ২০২৫, ০৩:৪৪ পূর্বাহ্ন

গ্রামবাসীর চেষ্টায় দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন ট্রেনের যাত্রীরা

জয়পুরহাট প্রতিনিধিঃ জয়পুরহাটের পাঁচবিবিতে গ্রামবাসীরা লাল কাপড় টাঙিয়ে বড় ধরনের দুর্ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছে ট্রেনের যাত্রীরা। শুক্রবার (২০ আগস্ট) সকালে পাঁচবিবি-হিলি স্টেশনের মাঝামাঝি কোকতারা নামক স্থানে এ ঘটনা ঘটেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, পাঁচবিবির কোকতারা এলাকায় রেললাইন ভাঙা দেখে কয়েক ব্যক্তি দ্রুত একটি লাল কাপড় টাঙিয়ে ট্রেনটি থামিয়ে দেন। এরপর রেললাইনের প্রায় ৮ ইঞ্চি ভাঙা অংশ মেরামত করা হয়। এক ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

সান্তাহার জিআরপি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজের আলী বলেন, পাঁচবিবির কোকতারা এলাকায় রেললাইনের কিছু অংশ ভাঙা দেখে স্থানীয়রা লাল কাপড় ধরেন। এটি দেখে পঞ্চগড় অভিমুখী ‘পঞ্চগড় এক্সপ্রেস’ ট্রেনচালক ট্রেনটি দাঁড় করান। তারা ট্রেন থেকে নেমে এসে ওই স্থান ঠিক করে আবারও পরবর্তী স্টেশনে যাত্রা করেন। ট্রেনটি ভোর ৬টা ৪৫ মিনিটে দাঁড়িয়েছিল এবং এক ঘণ্টা বিলম্বের পর সকাল ৮টা ২৫ মিনিটে যাত্রা করে। তবে এ সময় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com