শনিবার, ২৩ অগাস্ট ২০২৫, ০৩:১০ অপরাহ্ন

গ্যালাক্সি এস১০-এ ওয়াই-ফাই ৬!

প্রযুক্তি ডেস্ক::

ওয়াই-ফাই ৬ চিপযুক্ত প্রথম স্মার্টফোনগুলোর মধ্যে একটি হতে পারে স্যামসাং গ্যালাক্সি এস১০। ডিভাইসটির তিনটি সংস্করণেই থাকতে পারে নতুন ওয়াই-ফাই স্ট্যান্ডার্ড। খবর : প্রযুক্তি সাইট ভার্জের।

ডিভাইসে ওয়াই-ফাই ৬ থাকলেই দ্রুতগতি পাওয়া যাবে বিষয়টি অবশ্য এমন নয়। এর জন্য ওয়াই-ফাই ৬ রাউটারও লাগবে। আর আলাদা আলাদা ডিভাইসে খুব বেশি গতি বাড়তে দেখা যায় না ওয়াই-ফাই ৬-এ। বাড়ি বা ওয়াই-ফাই নেটওয়ার্ক যেখানে অনেক বেশি ডিভাইস যুক্ত থাকে সেগুলোর কার্যকরিতা বাড়াতেই আনা হয়েছে ওয়াই-ফাই ৬।

ডিভাইসে ওয়াই-ফাই ৬ সমর্থন তাই এখন খুব বেশি প্রভাব ফেলবে না। তবে ভবিষ্যতে বেশ কার্যকরি হতে পারে এটি। এখন পর্যন্ত খুব বেশি ওয়াই-ফাই ৬ ডিভাইস বাজারে আসেনি। তবে গ্যালক্সি এস১০ সেটি পরিবর্তন করবে বলে ধারণা করা হচ্ছে।

আগামী ২০ ফেব্রুয়ারির ইভেন্টে উন্মোচন করা হবে নতুন গ্যালাক্সি এস১০-এর তিনটি সংস্করণ। ওয়াই-ফাই ৬ সমর্থক কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৫৫ প্রসেসর থাকবে ডিভাইসটিতে।

এখন পর্যন্ত বিস্তৃতভাবে এই চিপের ব্যবহার শুরু হয়নি। তবে, বছর জুড়ে ফ্ল্যাগশিপ স্মার্টফোনগুলোতে এই প্রসেসর ব্যবহার করা হবে বলেই ধারণা করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com