রবিবার, ০৩ অগাস্ট ২০২৫, ০৭:৫৫ অপরাহ্ন

গোপালগঞ্জ বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা

অনলাইন ডেস্ক::

উপাচার্যের পদত্যাগের দাবিতে আন্দোলনের মুখে আগামী ৩ অক্টোবর পর্যন্ত গোপালগঞ্জ বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করেছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। একই সঙ্গে সকাল ১০টার মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেয়া হয়েছে।

শনিবার ২(১ সেপ্টেম্বর) সকালে এ ঘোষণা দেয়া হয়।

আন্দোলনকারীদের অভিযোগ, বিভিন্ন সময় নানা অনিয়ম-দুর্নীতি ও নারী কেলেঙ্কারির সাথে জড়িত থাকলেও, বহাল তবিয়তে আছেন উপাচার্য খন্দকার নাসির উদ্দিন। পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষার্থীরা।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com