মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৫৬ পূর্বাহ্ন

গুলি ভর্তি ম্যাগজিন হারানোয় লালমনিরহাট থানার এসআই প্রত্যাহার

লালমনিরহাট প্রতিনিধি:: আসামি ধরতে গিয়ে গুলি ভর্তি ম্যাগজিন হারিয়ে ফেলায় লালমনিরহাট সদর থানার উপ-পরিদর্শক (এসআই) খালেকুল বাদশাকে প্রত্যাহার করা হয়েছে।

বুধবার (২৭ জানুয়ারি) দুপুরে লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহা আলম এসআই খালেকুল বাদশাকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে ক্লোজ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন।

লালমনিরহাট জেলা পুলিশ সুপার (এসপি) আবিদা সুলতানা জানান, সোমবার রাতে ওয়ারেন্ট ছাড়া শহরের কলেজ বাজার এলাকা থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করতে যান বাদশা। উঠিয়ে নিয়ে আসার সময় ওই ব্যক্তি পালিয়ে যায়। এরপর থেকে তার সঙ্গে থাকা আট রাউন্ড গুলি ভর্তি ম্যাগজিনও খুঁজে পাওয়া যাচ্ছে না।

তিনি জানান, ম্যাগজিন হারানোর বিষয়ে বাদশা সন্তোষজনক উত্তর দিতে না পারায় তার বিরুদ্ধে এ ব্যবস্থা নেয়া হয়েছে। ম্যাগজিন উদ্ধারে চেষ্টা চলছে বলেও জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com