মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫, ১১:৫৮ পূর্বাহ্ন

গুম-খুনের উৎসাহ প্রদানকারী সুশীলরা: আসিফ

বিনোদন ডেস্ক : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়ের নৃশংস কয়েকটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে । ভিডিওগুলো দেখে শিউরে উঠছেন এদেশের মানুষ । একটি ভিডিওতে দেখা যায়, পুলিশ সদস্যরা একের পর এক লাশ ভ্যানে তুলছেন । ভয়ংকর এ ভিডিও দেখে বাকরুদ্ধ জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর । এসব ঘটনার জন্য সুশীলদের সম্পৃক্ততা আছে বলে দাবি করেছেন এই সংগীতশিল্পী ।

রোববার সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি লিখেছেন, ‘সুশীল শব্দের বর্তমান আভিধানিক অর্থ খুনির সহযোগী । এর আগের সুশীলরা ছিল গুম-খুনের উৎসাহ প্রদানকারী । এদের জীবাশ্ম টিকে আছে শুধুমাত্র ফেসবুকে । এদের চিহ্নিত করুন, ধ্বংস করে দিন । এরাই গত ষোল বছর গণহত্যাকারীদের পৃষ্ঠপোষকতা করেছে । আর মাত্র বিশ দিনে হাঁপিয়ে উঠে বলছে- এমন স্বাধীনতাই কি আমরা চেয়েছিলাম!’

তিনি আরও লিখেছেন, ‘এই ফুটফুটে সুন্দর সুশীলরাই তথাকথিত স্মার্ট এবং ডিজিটাল বাংলাদেশ কনসেপ্টের প্রসবকৃত শয়তানের দল । নতুন বাংলাদেশ থেকে নিশ্চিহ্ন করে দিতে হবে । তরুণ প্রজন্ম কবর দিয়েছে এদের, রচনা করেছে নতুন ঘৃণার ইতিহাস- আমি আওয়ামী লীগ দেখেছি ।

সব শেষে তিনি লিখেছেন, ‘প্রজন্ম সামনে এগিয়ে চলো, মৃত্যুর স্বাদ খোঁজো রক্তের ধমনীতে ।’

প্রসঙ্গত, গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর সাভারের আশুলিয়া থানার সামনে অনেকে বিজয় মিছিল করেন । এরপর থাকা ঘেরাও করে । পুলিশ তাদের ওপর নির্বিচারে গুলি ছোড়ে । আন্দোলনকারীদের অনেকেই তখন ঘটনাস্থলেই গুলিবিদ্ধ হয়ে মারা যান । পরে পুলিশ নিহতদের একটি ভ্যানে করে অজ্ঞাত স্থানে নিয়ে যায় ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com