রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০২:৪৪ অপরাহ্ন
স্পোর্টস রিপোর্টার, ই-কণ্ঠ টোয়েন্টিফোর ডটকম ॥ মেহেদী হাসান মিরাজ ৪ উইকেট পেলেও টার্নিং টাইমে ৩ উইকেট নিয়ে ক্যারিবীয়দের ব্যাটিংয়ের মেরুদ-টাই ভেঙ্গে দিয়েছেন নাসুম। ১০ ওভারের ৪টিই মেডেন। রান দিয়েছেন মাত্র ১৯। ৯ উইকেটের জয়ের ম্যাচে তাই ম্যাচসেরার পুরস্কার উঠেছে নাসুমের হাতে। অলরাউন্ডার সাকিব আল হাসান থাকলে নাসুম আহমেদ হয়তো সুযোগই পেতেন না। বড় তারকার অনুপস্থিতিতে পাওয়া সুযোগটা কি দারুণভাবেই না কাজে লাগালেন। গায়ানায় প্রথম ম্যাচে ৮ ওভারে ৩ মেডেন, মাত্র ১৬ রান দিয়ে ছিলেন উইকেটশূন্য।
এবার নিজেকেই ছাড়িয়ে গেলেন। সিরিজ নিশ্চিতের দিনে নায়ক বনে গেলেন সিলেট থেকে উঠে আসা ২৭ বছর বয়সী বাঁহাতি স্পিনার। শামারা ব্রুকসকে বোল্ড করে তার ব্যতিক্রম উদ্যাপন দৃষ্টি কেড়েছে সবার। ম্যানেজার নাফিস ইকবাল জানিয়েছেন, ‘টি’ আকৃতির উদ্যাপনের অর্থ, ‘আসছে নতুন টাইগার!’ অধিনায়ক তামিম ইকবাল এবং কোচ রাসেল ডোমিঙ্গোও তাঁকে প্রশংসায় ভাসিছেন। তরুণ তুর্কি এ স্পিনার জানিয়েছেন, ডট বল দেয়ার নিশানাতেই সফল তিনি।
নাসুমের উদ্যাপন নিয়ে নাফীস বলেন, ওর এই উদ্যাপনের মানে হলো ‘আ নিউ টাইগার ইজ কামিং’ এটা হলো ‘ঞ’ (হাত দিয়ে দেখিয়ে), টি-তে টাইগার, এটিই ওই উদ্যাপন।’ ব্রুকসের উইকেটের পর একই ওভারে সাজঘরের পথ দেখান শাই হোপ ও নিকোলাস পুরানকে। কোমর ভেঙ্গে যাওয়া ক্যারিবীয়রা আর ঘুরে দাঁড়াতে পারেনি। নাসুম দুর্দান্ত বোলিং করেছে। সাকিব থাকলে সে ম্যাচ খেলার সুযোগ পায় না। আমার মনে হয়, সে অবিশ্বাস্য রকমের ভাল বোলিং করেছে। কন্ডিশনকে খুব ভালভাবে কাজে লাগিয়েছে।
আমি মনে করি, সে সত্যিই দারুণ বোলিং করেছে। সিরিজ নিশ্চিতের পর বলেন অধিনায়ক তামিম। গত বছরের মার্চে টি২০ দিয়ে নাসুমের আন্তর্জাতিক অভিষেক। এখনও পর্যন্ত ২২ ম্যাচ খেলে এই সংস্করণে তার রেকর্ড দারুণ। সেই অভিজ্ঞতা ওয়ানডেতেও কাজে লাগছে বলে মনে করেন রাসেল ডমিঙ্গো, ‘নাসুম অনেক মাথা খাটিয়ে বোলিং করেন, ‘নাসুমের নিয়ন্ত্রণ দুর্দান্ত। টি২০ ক্রিকেট অনেক খেলেছে সে। সে স্মার্ট বোলার। ব্যাটসম্যানদের একদমই জায়গা দেয় না, আলগা বল করে না। সে জানে কখন লেংথ টেনে বল করতে হবে, কখন একটু ধীরে বল করতে হবে।’ বলেন কোচ। নাসুম জানিয়েছেন, ক্রমাগত ডট ডেলিভারির মন্ত্রেই এই সাফল্য, ‘আমার প্রথম পরিকল্পনাই থাকে ডট বল করা। পাওয়ার প্লেতে (বোলিং) করতে হয়, ফলে পরিকল্পনা থাকে যাতে রানটা আটকাতে পারি।
ওই পরিকল্পনাতেই সফল হয়েছি। উইকেট পেয়েছি, আলহামদুলিল্লাহ। প্রথম ম্যাচে যে আক্ষেপ ছিল, সেটি চলে গেছে।’ টি২০ অভিষেকের প্রায় ১৫ মাস পর ওয়ানডেতে সুযোগ পাওয়া স্পিনার আরও যোগ করেন, ‘খুব ভাল লাগছে। অপেক্ষা করছিলাম, সুযোগ আসার। এসেছে, (ভাল) করেছি, ভাল লাগছে। আর (দলের) সবাই পছন্দ করে। আমাকে নিয়ে সবাই মজা করে, হাসাহাসি করে। সবার সঙ্গেই ভাল সম্পর্ক। তামিম ভাই ব্যক্তিগতভাবে অনেক সমর্থন করে।’