রবিবার, ০৩ অগাস্ট ২০২৫, ০৮:১১ অপরাহ্ন
আল আমিন মন্ডল বিপ্লব (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার গাবতলী উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এসএম রাঙ্গাকে শুক্রবার দুপুর ১২টা ৩০মিনিটে থানা পুলিশ অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে।
একাধিক সুত্র জানায়, শুক্রবার গাবতলী মডেল থানার পুলিশ অভিযান চালিয়ে দুর্গাহাটা বাজার থেকে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। এরপর তাকে বগুড়া জেলহাজতে প্রেরণ করা হয়।
গাবতলী মডেল থানার ওসি আবুল কালাম আজাদ গ্রেফতারের হওয়ার সত্যতা স্বীকার করে বলেন, এসএম রাঙ্গার বিরুদ্ধে নাশকতার ও বিস্ফোরক আইনে মামলার আসামী হওয়ার তাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত এসএম রাঙ্গা উপজেলার দুর্গাহাটা ইউনিয়নের পনিরপাড়া গ্রামের ফজলুল বারীর ছেলে।
এদিকে, গাবতলী উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এসএম রাঙ্গা গ্রেফতার হাওয়ায় তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং নিঃশর্ত মুক্তির দাবী জানিয়েছেন উপজেলা ছাত্রদলের সভাপতি এমআর হাসান পলাশ সহ ছাত্রদল নেতৃবৃন্দ।