মঙ্গলবার, ০৫ অগাস্ট ২০২৫, ০৯:৪০ পূর্বাহ্ন

গাবতলী উপজেলা আ.লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

আল আমিন মন্ডল, বগুড়া থেকে:: রোববার অনুষ্ঠিত হলো বগুড়ার গাবতলী উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন। সম্মেলন সম্পন্ন হলেও সভাপতি-সম্পাদকের নাম ঘোষণা করা হয়নি। কমিটি ঘোষণা করা হবে একদিন পর।

সকাল সাড়ে ১০টায় পৌর সদরের হাইস্কুল মাঠে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে শুরু হয় এই সম্মেলন। সম্মেলনে উদ্বোধনী বক্তব্য রাখেন জেলা আ.লীগের সভাপতি মজিবর রহমান মজনু। প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় আ.লীগের সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী বিভাগীয় দায়িত্বপ্রাপ্ত নেতা এস এম কামাল হোসেন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় আ.লীগের সদস্য সৈয়দ আব্দুল আওয়াল শামীম। প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা আ.লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু। সম্মেলনে আরো বক্তব্য রাখেন জেলা আ.লীগের সহ-সভাপতি মকবুল হোসেন মুকুল ও টিএম মুসা পেস্তা, যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুর রহমান দুলু, সাংগঠনিক সম্পাদক এ্যাড. জাকির হোসেন নবাব ও শাহাদৎ আলম ঝুনু এবং বগুড়া পৌর আ.লীগের সভাপতি রফি নেওয়াজ খান রবিন।

উপজেলা আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুস ছালাম ভূলনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক মিলুর সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন জেলা আ.লীগের সহ-সভাপতি আবুল কালাম আজাদ ও প্রদীপ কুমার রায়, যুগ্ম সাধারণ সম্পাদক মুঞ্জুরুল আলম মোহন, সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার আরিফ ওপেল, মুক্তিযোদ্ধাবিষয়ক সম্পাদক আনিসুজ্জামান মিন্টু, দপ্তর সম্পাদক আলরাজী জুয়েল, মহিলাবিষয়ক সম্পাদক নাসরিন রহমান সীমা, প্রচার সম্পাদক সুলতান মাহমুদ খাঁন রনি, যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক মাশরাফি হিরো, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক জহুরুল হক বুলবুল, শিক্ষা ও মানব সম্পদ সম্পাদক আনোয়ার পারভেজ রুবন, উপ-দপ্তর সম্পাদক খালেকুজ্জামান রাজা, সদস্য শফিকুল ইসলাম নাফরু, আলমগীর রহমান স্বপন, রোমানা আজিজ রিংকি, সাইফুল ইসলাম বুলবুল, আলমগীর রহমান, এমরান হোসেন রিবন, জেলা যুবলীগের সভাপতি শুভাশীষ পোদ্দার লিটন, সাংগঠনিক সম্পাদক নুরেজ্জামান সিদ্দিকী, সাবেক এমপি পটল ও কামরুন নাহার পুতুলের মেয়ে আনিকা মোস্তাফিজ, জেলা যুব মহিলা আ.লীগের সাধারণ সম্পাদক ডালিয়া নাসরিন রিক্তা, হাজি দানেস বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক অরুন কান্তি রায়, জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মুঞ্জুরুল হক মঞ্জু, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি নাইমুর রাজ্জাক তিতাসসহ জেলা, উপজেলা ও পৌর আ.লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। সম্মেলনে কোন ফলাফল ঘোষণা করা হয়নি। তবে নেতৃবৃন্দরা জানিয়েছেন, উপজেলা আ.লীগের নব-নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম পরের দিন অর্থাৎ আজ সোমবার ঘোষণা করা হবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com