মঙ্গলবার, ০৫ অগাস্ট ২০২৫, ০৯:৫৪ পূর্বাহ্ন
আল আমিন মন্ডল, বগুড়া থেকে:: সোমবার (৭ মার্চ) বগুড়া গাবতলীর নবগঠিত সুখানপুকুর ইউনিয়নের ৩নং ওয়ার্ড যুবদলের সদস্য সংগ্রহ ও কর্মী সভা স্থানীয় হাইস্কুল কক্ষে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন সুখানপুকুর ইউনিয়ন যুবদলের সংগ্রামী আহবায়ক মোস্তাফিজার রহমান মোস্তা।
সুখানপুকুর ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল কাদের প্রাং এর পরিচালনায় আরো বক্তব্য রাখেন ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি রফিকুল ইসলাম মিল্টন, ৫নং ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাদক আল মামুন, উপজেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য মোস্তছিম কামাল লিটন, সুখানপুকুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক সুলতান মাহমুদ, শহীদ হাসান ঠান্ডু, সুমন হোসেন, আল আমিন, সদস্য তৌফিক হাসান মিল্লাত, বোরহান উদ্দিন চাঁন, সাখিল আহম্মেদ, যুবদল নেতা এরশাদ, সবুজ, ফুয়াদ, মুক্তার, মিঠু, রনি, জিল্লুর, আজম, স্বেচ্ছাসেবকদল নেতা সাগর, রায়হান’সহ ইউনিয়ন এবং ওয়ার্ড যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ প্রমূখ।
এর পূর্বে সুখানপুকুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক সড়ক দূর্ঘটনায় আহত সুলতান মাহমুদ, যুবদল নেতা আমিনুল ইসলাম এবং আঃ রহিমের সুস্থ্যতা কামনা করে দোয়া মোনাজাত করা হয়।