শনিবার, ১৬ অগাস্ট ২০২৫, ০৩:২৪ অপরাহ্ন

গাবতলীর দক্ষিনপাড়া আ’লীগের উদ্যোগে বঙ্গবন্ধুর ৪৩তম শাহাদৎ বার্ষিকী পালন

বগুড়া প্রতিনিধি: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৪৩ তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে গতকাল বৃহস্পতিবার গাবতলী দক্ষিনপাড়া ইউনিয়নের উজগ্রাম পিন্টু বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন আওয়ামীলীগ আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ইউনিয়ন আ’লীগের সভাপতি তোফাজ্জল হোসেন মহুরীর সভাপতিত্বে দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ এইচ আজম খান। আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন বগুড়া বিএমএ’র সভাপতি ডাঃ মোস্তফা আলম নান্নু , ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম সাইফুল। ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক রায়হান কবীর সাধন ও আব্দুল আউয়ালের যৌর্থ পরিচালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সহ-সভাপতি আব্দুস ছালম ভোলন, সাধারন সম্পাদক মোস্তফা আব্দুর রাজ্জাক মিলু, কাগইল ইউনিয়ন আ’লীগের আহবায়ক শফি আহম্মেদ স্বপন। অন্যান্যদের মাঝে আ’লীগনেতা মনোরঞ্জন রায়, সেকেন্দার আলী, ফারুক হোসেন, নুর আলম, মহিদুল ইসলাম, আজাহার আলী, উপজেলা কৃষকলীগনেতা ফোরকান আলী, উপজেলা ছাত্রলীগের আহবায়ক মিজানুর রহমান পান্না, সাবেক সভাপতি মিল্টন হোসাইন, পৌর যুবলীগনেতা পিপুল, ইউনিয়ন যুবলীগের সভাপতি মুঞ্জরুল হাবিব, ছাত্রলীগনেতা মিলন মিয়া, এনতাজ আলী, মোস্তাফিজার রহমান, সৌখিন, লিমন, প্রশান্ত, আজিজুল, পলিন, সবুজ, তুষার, রবিউলসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শেষে বঙ্গবন্ধুর রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া মোনাজাত করা হয়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com