শনিবার, ১৬ অগাস্ট ২০২৫, ০৩:৩০ অপরাহ্ন

গাবতলীর কাগইল আলিম মাদ্রাসার সভাপতি দুলাল এর জানাযা’য় মুসল্লীদের ঢল

বগুড়া প্রতিনিধিঃ বগুড়া গাবতলীর কাগইল নায়েব উল্লা সিনিয়র আলীম মাদ্রাসার সভাপতি কাগইল করুনা কান্ত উচ্চ বিদ্যালয়ের সাবেক অভিভাবক সদস্য মরহুম আলহাজ্ব নায়েবউল্লা মোল্বার ছোট ছেলে, কাগইল ইউপির সাবেক চেয়ারম্যান মরহুম মোহাম্মাদ আলীর ছোট ভাই বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল্লাহেল কাফী দুলাল ২১শে জুলাই শনিবার সকাল ৭.৪৫ মিনিটে হৃদক্রিয়া বন্ধ হয়ে নিজ বাসভবনের ইন্তেকাল করিয়াছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রজিউন। তার বয়স হয়েছিল ৪৪ বছর। মৃতকালে সে স্ত্রী ,৪ কন্যা, ভাই, বোন, আতœীয়-স্বজন, বন্ধু-বান্ধব, পাড়া প্রতিবেশীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। মরহুমের মৃত্যুর খবরে তাকে এক নজর দেখার জন্য সকাল থেকে তার বাড়িতে জনতার ঢল নামে, এসময় তার বিদায়ী আতœার শান্তি ও জান্নাত কামনা করা হয়। মরহুমের প্রতি শ্রদ্ধা জানিয়ে কাগইল করুনাকান্ত উচ্চ বিদ্যালয় ও নায়েব উল্লা সিনিয়র আলিম মাদ্রাসা বিশেষ ছুটি ঘোষনা করা হয়। ঐদিন বাদ আসর কৈঢোপ সরকারী স্কুল মাঠে মরহুমের জানাযা শেষে তাদের পারিবারিক কবরস্থানে দাফন সম্পর্ন করা হয়। জানাযা পরিচালনা করেন মরহুমের ভাগিনা মাওলানা আইযুব আলী।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com