বুধবার, ০৬ অগাস্ট ২০২৫, ১০:৩২ অপরাহ্ন
আল আমিন মন্ডল (বগুড়া) প্রতিনিধি:: দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বাস্তবায়নে মানবিক সহায়তা কর্মসূচীর আওতায় ২৫০জন শিক্ষার্থীদের মাঝে গতকাল শনিবার (২৬ জুন) বগুড়ার গাবতলী উপজেলা পরিষদ চত্বরে উন্নতমান সম্পন্ন শিশুখাদ্য (দুধ, ডিম, চিনি ও সুজি) বিতরণ করা হয়েছে।
শিশুখাদ্য বিতরণ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান রফি নেওয়াজ খান রবিন। গাবতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছাঃ রওনক জাহানের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম মুক্তা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) রাশেদুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাকির হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার খাজা নাজিমুদ্দিন খাজা, উপজেলা সহকারী শিক্ষা অফিসার বুলবুল আহম্মেদ, জেলা যুবলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক জান্নাতুল আলম খান রুমেল প্রমূখ।