রবিবার, ১৭ অগাস্ট ২০২৫, ০২:০৭ পূর্বাহ্ন
আল অআমন মন্ডল, বগুড়া প্রতিনিধি:: গতকাল মঙ্গলবার বাদআছর বগুড়া গাবতলীর দক্ষিনপাড়া ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি শহিদুল ইসলাম মন্ডলের নামাজে জানাযা ইউপি চত্তরে অনুষ্ঠিত হয়। নামাজে জানাযা’য় অংশ নেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু, গাবতলী থানা বিএনপির সভাপতি আমিনুর রহমান তালুকদার, সাধারন সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মোরশেদ মিল্টন, সাবেক উপজেলা চেয়ারম্যান জাহিদুল ইসলাম হেলাল, থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক এনামুল হক নতুন, ইউপি চেয়ারম্যান অধ্যাপক মফিদুল ইসলাম, আগানিহাল বিন জলিল তপন, বিএনপি নেতা ডাঃ নুহু আলম সরদার, আশরাফ হোসেন, আব্দুল হান্নান, মোমিনুল হাসান মমিন, জাহিদুল ইসলাম জাহিদ, আতাউর, আরেফিন, তাহের, মুঞ্জুর মোশেদ, রকেট, লিবন চৌধুরী, মিনহাজুল, শাহজাহান, ফুলমিয়া, পিন্টু, শফিক মন্ডল, রাসেল, সমাজসেবক আফছার, আমজাদ, আ’লীগ নেতা মুকুল, আইনুল, ডাবলু চৌধুরী, যুবদল নেতা রিপন, লিটন, মিঠু, সেলিম, ঝিনু, লুৎফর, ইউপি সদস্য মতি, লাল মিয়া, ছাত্রদল নেতা লেমন, হযরত, মিন্টু, শাহাবুদ্দিন, শুভ, মাহমুদুল, মাওঃ মুফতি সয়েবুল, মরহুম শহিদুলের পুত্র সৌরভ’সহ পরিবারের সদস্যগন প্রমূখ। উল্লেখ্য, শহিদুল ইসলাম গত ৮মে মঙ্গলবার রাঁতে ভারতের ভেলুরের নারায়নি হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন। মরহুম শহিদুল দক্ষিনপাড়া গ্রামের মৃত্যু মোফাজ্জল হোসেনের পুত্র।