মঙ্গলবার, ০৫ অগাস্ট ২০২৫, ১০:১৮ অপরাহ্ন
আল আমিন মন্ডল, বগুড়া প্রতিনিধি:: মহামারী করোনাভাইরাসে কর্মহীন ও অসহায় ৫০জন অটোভ্যান-রিক্সা মালিক ও শ্রমিক পরিবারের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রদত্ত নগদ অর্থ রবিবার (১১ জুলাই) বগুড়ার গাবতলী রামেশ্বরপুর ইউনিয়ন পরিষদে বিতরণ করা হয়েছে।
দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বরাদ্দকৃত নগদঅর্থ বিতরন করেন স্থানীয় ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ সেকেন্দার আলী।
এ সময় উপস্থিত ছিলেন ভেটেনারি সার্জন ও দায়িত্বপ্রাপ্ত ট্যাগ অফিসার ডাঃ শাহ্ আলম, রামেশ্বরপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি রেজাউন নবী আলমগীর, সাংগঠনিক সম্পাদক ও প্যানেল চেয়ারম্যান আব্দুল লতিফ লাটিম, ইউপি সদস্য আপেল মাহমুদ, মানিক মিয়া, ফেরদৌস হোসেন মিঠু, ইউপি সচিব বলবন রহমান, আওয়ামীলীগ নেতা আমিনুল ইসলাম পিন্টু, মাহফুজার রহমান, জাহাঙ্গীর আলম, রামেশ্বরপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি আশাফু-দ্দৌলা সরকার পাপুল’সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ প্রমূখ।