বুধবার, ১৩ অগাস্ট ২০২৫, ০৮:৪৯ পূর্বাহ্ন

গাবতলীতে কালোবাজারীর ৬২ বস্তা চালসহ গ্রেফতার ২

বগুড়া জেলা সংবাদদাতা::

বগুড়ার গাবতলী থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মজুদকৃত ৬২বস্তা (২হাজার ৭৫০কেজি) চাল উদ্ধারসহ ২জনকে গ্রেফতার করেছে।

গত মঙ্গলবার রাঁতে উপজেলার দক্ষিণপাড়া ইউনিয়নের উজগ্রাম মগড়ারপাড়া গ্রামের নজরুল ইসলাম (৫২) ও রুবেল (২৮) গ্রেফতার করা হয়েছে।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ গত মঙ্গলবার রাঁতে উপজেলার দক্ষিণপাড়া ইউনিয়নের উজগ্রাম মগড়ারপাড়া গ্রামের মৃত নইম উদ্দিনের ছেলে নজরুল ইসলাম এবং একই গ্রামের তমবক্স হোসেন তমুর ছেলে মাহফুজার রহমান গুটলুর বাড়ীতে অভিযান চালায়। এ সময় নজরুলের বাড়ীর উঠান থেকে এবং গুটলুর বাড়ী থেকে মোট ৬২বস্তা (২হাজার ৭৫০কেজি) চাল উদ্ধারসহ নজরুল এবং গুটলুর ভাতিজা ভ্যান চালক রুবেল (২৮) কে গ্রেফতার করেছে পুলিশ। পরে পুলিশের জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত নজরুল ও রুবেল বলেন, একই গ্রামের সংরক্ষিত ইউপি সদস্য রিমা আক্তারের স্বামী মুঞ্জুরুল হক মুঞ্জুর কাছ থেকে উক্ত উদ্ধারকৃত চাল ক্রয় করা হয়েছে। চাল উদ্ধারের পর থেকে ওই গ্রামের লয়া শাহ’র ছেলে মুঞ্জু ও গুটলু পলাতক রয়েছে।

এ ব্যাপারে থানার ওসি সাবের রেজা আহম্মেদ উপরোক্ত তথ্য নিশ্চিত করেছেন এবং এ ঘটনায় থানায় মামলা হয়েছে। এর সঙ্গে জড়িত মুঞ্জু ও গুটলুকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com