সোমবার, ২৫ অগাস্ট ২০২৫, ১১:৩২ অপরাহ্ন

গাজীপুর সিটির দায়িত্ব নিলেন প্রথম নারী মেয়র জায়েদা

গাজীপুর প্রতিনিধি:: গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র পদে দায়িত্ব নিয়েছেন মো. জাহাঙ্গীর আলমের মা জায়েদা খাতুন। বাংলাদেশের সর্ববৃহৎ সিটি কর্পোরেশনের প্রথম নারী মেয়র হিসাবে তিনি সোমবার (১১ সেপ্টেম্বর) তার কার্যকাল শুরু করেছেন।

এ উপলক্ষে নগর ভবন আলোকসজ্জা সহ নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে বেশ কিছু তোরণ নির্মাণ করা হয়।

গত সোমবার দুপুরে শহরের বঙ্গতাজ অডিটরিয়ামে অভিষেক অনুষ্ঠানে দায়িত্ব নেন তিনি। এর আগে সকাল থেকে নগরীর ৫৭টি ওয়ার্ড থেকে কয়েকশো নেতাকর্মী ও সমর্থকরা বিভিন্ন যানবাহনে বাদ্যযন্ত্র বাজিয়ে নগর ভবন প্রাঙ্গনে এসে উপস্থিত হতে থাকেন।

সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এ এস এম শফিউল আজম নবনির্বাচিত মেয়র জায়েদা খাতুনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে দায়িত্ব বুঝিয়ে দেন। এর আগের দিন ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শফিউল আলমের কাছে দায়িত্ব হস্তান্তর করেন।

এ সময় উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য কাজী মোজাম্মেল হক, সিটি কর্পোরেশনের সচিব আব্দুল হান্নান, বিভিন্ন থানা ও ওয়ার্ড আওয়ামী লীগের বিপুল সংখ্যক নেতা কর্মী এবং নবনির্বাচিত কাউন্সিলররা।

অভিষেক অনুষ্ঠানের জায়েদা বলেন, আপনারা লাখ লাখ ভোট দিয়ে আমাকে মেয়র নির্বাচিত করেছেন। এজন্য আমি আমার পরিবারের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা জানাই। প্রধানমন্ত্রীর সহযোগিতায় এবং আমার ছেলে জাহাঙ্গীর আলম এর অভিজ্ঞতা কাজে লাগিয়ে একটি সুন্দর ও আধুনিক নগর উপহার দেবো।

অনুষ্ঠানের প্রধান আলোচক জাহাঙ্গীর আলম বলেন, আপনারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন। মা ও বলেছেন তার জীবন বাজি রেখে আপনাদের পাশে থাকবেন, সেবা দেবেন। এরপর জায়েদা নগর ভবনে গিয়ে তার দায়িত্বপ্রাপ্ত চেয়ারে বসেন।

২৫ মে গাজীপুরের আলোচিত সিটি কর্পোরেশনের নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আজমত উল্লাহ খানকে ১৬১৯৭ ভোটে পরাজিত করে চমক দেখান জায়েদা খাতুন, যিনি কখনো রাজনীতিতে জড়িত ছিলেন না।

২০১৮ সালের নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হয়ে জয় পাওয়া জাহাঙ্গীর আলম দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হন। পাশাপাশি তার মাকেও করেন প্রার্থী। খেলাপি ঋণ ইস্যুতে জাহাঙ্গীর আলমের মনোনয়ন বাতিল হলেও মাকে নিয়ে এগিয়ে যান।

জায়েদা খাতুনের জয়ের পরে জানা যায়, আওয়ামী লীগের একটি বড় অংশ তার পক্ষে কাজ করেছে। কোন প্রকার প্রচার-প্রচারণা ছাড়াই তিনি বিপুল ভোটে গাজীপুর সিটি কর্পোরেশনের প্রথম নারী হিসাবে মেয়র নির্বাচিত হন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com