সোমবার, ২৫ অগাস্ট ২০২৫, ০৩:৪৮ পূর্বাহ্ন

গাজীপুরে ৫টি আসনের মধ্যে নৌকার বিরুদ্ধে 8 আসনেই ট্রাক নিয়ে আ.লীগ স্বতন্ত্র প্রার্থী

গাজীপুর প্রতিনিধি : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুরের পাঁচটি সংসদীয় আসনে মধ্যে নৌকার বিরুদ্ধে 8 আসনেই ট্রাক নিয়ে লড়বেন আ.লীগ স্বতন্ত্র প্রার্থী। গাজীপুরে মোট ৫টি সংসদীয় আসনে মাঠে থাকবেন ৩৭ জন প্রার্থী।

আওয়ামী লীগের প্রতীক নৌকা নিয়ে গাজীপুর-১ আসনে আ ক ম মোজাম্মেল হক, গাজীপুর-২ আসনে জাহিদ আহসান রাসেল, গাজীপুর-৩ আসনে রুমানা আলী টুসি, গাজীপুর-৪ সিমিন হোসেন রিমি ও গাজীপুর-৫ আসনে মেহের আফরোজ চুমকি নির্বাচন করছেন।

তাদের প্রতিদ্বন্দ্বী হিসেবে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ট্রাক প্রতীক নিয়ে নির্বাচন করছেন গাজীপুর-১ আসনে রেজাউল করিম রাসেল, গাজীপুর-২ আসনে বীর মুক্তিযোদ্ধা কাজী আলিম উদ্দিন, গাজীপুর-৩ আসনে ইকবাল হোসেন সবুজ এবং গাজীপুর-৫ আসনে মো. আখতারুজ্জামান।
তবে গাজীপুর-২ আসনে যুবলীগ নেতা সাইফুল ইসলাম স্বতন্ত্র হিসেবে থাকলেও ট্রাক প্রতীক বরাদ্দ পাননি। এ ছাড়া গাজীপুর-৪ আসনে আওয়ামী লীগের কোনো বিদ্রোহী প্রার্থী নেই। কিন্তু এ আসনে ট্রাক প্রতীক পেয়েছেন স্বতন্ত্র প্রার্থী সামসুল হক।

এদিকে, জাতীয় পার্টির এম এম নিয়াজ উদ্দিন গাজীপুর-১ ও ৫ আসনে, গাজীপুর-২ আসনে মো. জয়নাল আবেদীন, গাজীপুর-৩ আসনে এফ এম সাইফুল ইসলাম ও গাজীপুর-৪ আসনে মো. শামসুদ্দিন খান নিজস্ব প্রতীকে নির্বাচনে লড়বেন।

সোমবার রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে বিভিন্ন দলের প্রার্থীদের প্রতীক হাতে তুলে দেন গাজীপুরের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম।

উল্লেখ্য, প্রতীক বরাদ্দের দিন ক্ষমতাসীন দলের কোনো প্রার্থী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আসেননি। তাদের পক্ষে প্রতিনিধিরা প্রতীক নেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com