শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ১০:২৯ অপরাহ্ন
গাজীপুর প্রতিনিধি::
গাজীপুরের শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
সোমবার রাত সাড়ে ১০টায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উপজেলার মাওনা চৌরাস্তায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার গোপীনাথপুর গ্রামের ইউনুস আলীর ছেলে লুৎফর রহমান (২৮) ও কুড়িগ্রাম সদর উপজেলার কৃষ্ণপুর (পাইকপাড়া) গ্রামের মৃত মোস্তাফিজুর রহমানের ছেলে নাজমুস সাকিব (৩৫)।
শ্রীপুর থানার ওসি লিয়াকত আলী দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ওসি লিয়াকত আলী জানান, ঢাকাগামী যাত্রীবাহী বাস মাওনা চৌরাস্তা এলাকা পার হওয়ার সময় একই পথে বিপরীত দিক থেকে মোটরসাইকেলকে চাপা দেয়। এতে মোটরসাইকেল আরোহী নাজমুস সাকিব ঘটনাস্থলে নিহত হন। স্থানীয়রা অপর আরোহী লুৎফর রহমানকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ বাস আটক করতে পারলেও চালক পালিয়ে যায়। কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই নিহতদের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।