সোমবার, ২৫ অগাস্ট ২০২৫, ০৮:৩০ অপরাহ্ন

গাজীপুরে শ্রমিক আন্দোলনে সহকারী পুলিশ সুপারসহ আহত ২

মিরণ খন্দকার, গাজীপুর থেকে॥ গাজীপুরের সদর উপজেলার নতুন বাজার এলাকায় বেতন বাড়ানোর দাবিতে আন্দোলন করেছেন পোশাক শ্রমিকরা। এ সময় শ্রমিকেরা মহাসড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এতে তারা উত্তেজিত হয়ে পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করতে থাকে। এ সময় শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপারসহ (এএসপি) এক পরিদর্শক আহত হন।

শনিবার (৪ নভেম্বর) সকাল ১০ টার দিকে জেলার সদর উপজেলার গড়গড়িয়া মাস্টার বাড়ির নতুন বাজার এলাকায় এসএম নীট গার্মেন্টসের শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে।

জানা গেছে, বেশ কিছুদিন যাবত বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন করছেন শ্রমিকরা। শনিবার সকাল ১০টার দিকে জেলার সদর উপজেলার নতুন বাজার এলাকার এসএম নিট গার্মেন্টসের শ্রমিকরা আন্দোলন শুরু করেন। এ সময় তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। উত্তেজিত শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইট ছুঁড়তে থাকে। পরে পুলিশ শ্রমিকদের ঠেকাতে সাউন্ড গ্রেনেড, টিয়ারসেলসহ গুলি ছুঁড়লে আন্দোলনকারী শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে যায়। এ সময় শ্রমিকদের ছোঁড়া ইটের আঘাতে গাজীপুর শিল্প পুলিশ ২ এর শ্রীপুর সাব-জোনের সহকারী পুলিশ সুপার মো. আসাদ ও পরিদর্শক আব্দুর নূর সহ বেশ কয়েকজন আহত হন।

শিল্প পুলিশ-২ গাজীপুর এর শ্রীপুর সাব-জোনের শিল্প পুলিশ সুপার মো. আসাদ বলেন, আমরা শ্রমিকদের প্রথমে বোঝানোর চেষ্টা করি। কিন্তু তারা আমাদের কথা না শুনে মহাসড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এসময় উত্তেজিত শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করলে আমি ও আমার পরিদর্শক নূর সহ আরো বেশ কয়েকজন রক্তাক্ত হন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com