সোমবার, ১৮ অগাস্ট ২০২৫, ০২:১৭ অপরাহ্ন

গাজীপুরে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে গ্রামবাসীর মানববন্ধন ও বিক্ষোভ

গাজীপুরে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে গ্রামবাসীর মানববন্ধন ও বিক্ষোভ

আলহাজ হোসেন, গাজীপুর থেকে:: গাজীপুরের কালিয়াকৈরে মাইকে ঘোষণা দিয়ে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ করেছে গ্রামবাসী।

শুক্রবার সকালে মৌচাক- ফুলবাড়িয়া আঞ্চলিক সড়কের খলিশাজানি এলাকায় চার শতাধিক নারী-পুরুষ ও শিশু এ মানববন্ধনে অংশ নেন। এ সময় ওই আঞ্চলিক সড়কে প্রায় আধা ঘন্টা যান চলাচল বন্ধ থাকে। এতে ভোগান্তিতে পড়ে যাত্রী ও পথচারী।

মানববন্ধন শেষে আঞ্চলিক সড়ক থেকে মানববন্ধনে অংশগ্রহণকারীরা সরে গেলে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়। মানববন্ধনে এসময়ে উপস্থিত ছিলেন, মোবারক হোসেন, আলমাজ উদ্দিন, রহিম বাদশা, জনি মিয়া, রাজু আহম্মেদ, আরিফ হোসেন প্রমুখ।

মানববন্ধন সূত্রে জানা গেছে, কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া ৯টি ওয়ার্ড ও ৪২টি গ্রামে রয়েছে প্রায় ৬২ হাজার জনসাধারণ। মানুষের জান-মাল নিরাপত্তার জন্য ওই ইউনিয়নে রয়েছে একটি পুলিশ ক্যাম্প। বৈষম্য আন্দোলনের পর থেকেই ফুলবাড়িয়া ইউনিয়নের প্রতিটি গ্রামে মাদক ব্যবসায়ীরা বেপরোয়া হয়ে উঠেছে। এতে গ্রামে চুরি ডাকাতিও বেড়েছে।

গাজীপুরে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে গ্রামবাসীর মানববন্ধন ও বিক্ষোভ

এদিকে গ্রামবাসী মাদকসহ ব্যবসায়ীদের অনেক সদস্যদের হাতেনাতে ধরে পুলিশকে খবর দেয়। খবর পেয়েও পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়নি বলে জানিয়েছেন গ্রামবাসী। পরে এলাকাবাসী ৯৯৯ লাইনে ফোন করে আসামিদের সোপর্দ করা হয়। এ বিষয়ে ফুলবাড়িয়া পুলিশ ক্যাম্প ইনচার্জকে একাধিকবার বললেও তিনি কোনো আমলই নেননি। বরং মাদক কারবারিদের পক্ষে নিয়ে উল্টো তাদের নানা হুমকি দিয়েছে বলে অভিযোগ এলাকাবাসীর।

কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া পুলিশ ক্যাম্প ইনচার্জ মিজানুর রহমান জানান, মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মানববন্ধন হয়েছে কিনা বিষয়টি আমার জানা নেই। মাদক আসামী ধরে খবর দিয়েছে সেখানে পুলিশ যায়নি। এরকম একটি প্রমান আমাকে দিতে বলেন। ওই গ্রামে বিভিন্ন গ্ৰুপ রয়েছে। গ্ৰুপের আক্রোশে বিভিন্ন লোককে ধরে বিভিন্ন সময় মারপিট করে ব্যক্তিগত আক্রোশ মিটাচ্ছে তারা।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com