সোমবার, ২৫ অগাস্ট ২০২৫, ০৩:৫২ পূর্বাহ্ন

গাজীপুরে বি সি ডি এস এর প্রতিনিধি সম্মেলন অনুষ্টানে সদস্যদের হেনস্তা

সালাউদ্দিন আহমেদ, গাজীপুর সংবাদদাতা : বাংলাদেশ কেমিস্টস এন্ড ড্রাগিস্টস গাজীপুর জেলা শাখার প্রতিনিধি সম্মেলন-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকাল ১১ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত গাজীপুর মহানগরের বাসন মেট্রো থানাধীন গ্রেটওয়ালে অবস্থিত সমিতির নিজস্ব কার্যালয়ের সামনে সম্মেলনটি অনুষ্ঠিত হয়।

সম্মেলনে কেন্দ্রীয় কমিটি এবং গাজীপুর জেলা ও থানার বিভিন্ন কমিটির সদস্যরা অংশগ্রহণ করে। অনুষ্ঠিত সম্মলেনে গাজীপুর জেলা শাখার বিলুপ্ত কমিটির কার্যনির্বাহী পরিষদের সদস্য মোঃ নুরুল ইসলাম ও অন্যন্যা সদস্যদের সাথে হেনস্তার ঘটনা ঘটে।

এ ঘটনায় প্রতিনিধি সম্মেলন শেষে বিলুপ্ত কমিটির সদস্যরা হেনস্তা ও মেয়াদ উত্তীর্ণ হওয়ার আগেই জেলা কমিটি বিলুপ্তের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা করে ভুক্তভোগী কমিটির সদস্য ও নেতৃবৃন্দরা ।

মানববন্ধন ও প্রতিবাদ সভায় তারা অভিযোগ করে বলেন- কোন প্রকার নোটিশ ছাড়াই কমিটির মেয়াদ শেষ হওয়ার আগেই বিলুপ্ত ঘোষণা করে বাংলাদেশ কেমিস্টনস এন্ড ড্রাগিস্টস সমিতির কেন্দ্রীয় কমিটি। প্রতিবাদ সভায় বিলুপ্ত হওয়া গাজীপুর জেলা শাখার কার্যনিবার্হী পরিষদের সদস্য মোঃ নুরুল হক বলেন- ১৯৯৫ সালে সভাপতি হোসনে আজমী কাইজারকে সভাপতি ও মোঃ নাসির উদ্দিনকে সিনিয়র সহ-সভাপতি করে আনুষ্ঠানিকতার মাধ্যমে গাজীপুর জেলা শাখার কার্যক্রম শুরু করে বাংলাদেশ কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতির।

জেলার শাখার নেতৃবৃন্দ ও সদস্যের কঠোর পরিশ্রম ত্যাগের বিনিময়ে বাংলাদেশ কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতির গাজীপুরে ব্যাপক সফলতা অর্জন করে। ১৯৯৫ সালের পর থেকেই গাজীপুর জেলা সমিতি দুই বছর অন্তর অন্ত নবায়ন করে আসছে। সর্বশেষ নবায়নের মেয়াদ শেষ হওয়ার তিন মাস আগেই গাজীপুর জেলা শাখার কার্যনির্বাহী সদস্য মকবুল ও আশরাফুলের ষড়যন্ত্রের কারণে চলতি কমিটিকে বিলুপ্ত ঘোষণা করা হয়। এসময় প্রতিবাদকারীরা মকবুল ও আশরাফুলের ষড়যন্ত্রের বিষয়ে কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করেন।

এবং অভিযোগ করে বলেন- অনুষ্ঠানের সভাপতি ও অন্যন্যা নেতৃবৃন্দের উদ্দেশ্যে উপরোক্ত বিষয়গুলো উপস্থাপন করার মূহুর্তে অনুষ্ঠানস্থলেই মকবুল ও আশরাফুল আমাদেরকে হেনস্তা ও বিভিন্ন হুমকি-দামকি দেয়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com