রবিবার, ০৩ অগাস্ট ২০২৫, ০৮:৫৮ পূর্বাহ্ন
সালাহউদ্দিন আহমেদ, (গাজীপুর) প্রতিনিধি ॥
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পূর্বে বাংলাদেশ আওয়ামী লীগ দীর্ঘ ১৭ বছর এর শাসনামলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির উপর নিপীড়ন ও মামলা সহ বিভিন্নভাবে বেকায়দায় ফালানোর চেষ্টা করা হয়েছে।ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর দেশে যখন অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয় ঠিক তখন আওয়ামী নেতা কর্মীরা যখন নীরবে চলে যায় ঠিক তখনই একদল দুষ্কৃতিকারী সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্নভাবে বিএনপির সক্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব এবং যারা দুঃসময় দলের হাল ধরেছেন তাদের বিরুদ্ধে প্রোপাগান্ডা ও গুজব ছড়াচ্ছে।
গত কয়েকদিন আগে গাছা থানা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মো. শাহীন মিয়ার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কয়েকজন দুষ্কৃতিকারী শাহীন মিয়ার ছবি বিকৃতি করে আওয়ামী লীগের হেভি ওয়েট নেতাদের সাথে সুপার এডিট করে বিএনপি নেতা শাহীন কে আওয়ামী পন্থী এবং বিএনপি’র হাইব্রিড নেতা হিসেবে গুজব রটানোর চেষ্টা চলছে।বিএনপি নেতা শাহীন বলেন, আমি ছাত্রদল করে এ পর্যায়ে এসেছি, একমাত্র আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত ছিলাম না বিধায় ম্যানেজম্যান্ট এ অনার্স মাষ্টার্স শেষ করেও আওয়ামী সরকারের আমলে সরকারি চাকরিটিও ভাগ্যে জোটেনি এমনকি বিটিআরসি থেকে রকেট ইন্টারনেট সার্ভিস নামে বৈধ লাইসেন্স নিয়ে নিয়মিত ট্যাক্স-ভ্যাট দিয়ে ও ব্যবসা করতে পারিনি ঠিকমতো,বিভিন্ন হুমকি এবং ভয়ভীতির মধ্যে জীবন যাপন করতে হয়েছে তাহলে আওয়ামী নেতাদের সাথে কিসের সম্পর্ক আমার, এটাই আমার প্রশ্ন।
কয়েকটি দুষ্কৃতিকারী মহল আমার ছবি সুপার এডিট করে আওয়ামী লীগ নেতাদের সাথে বসিয়ে আমার হাই কমান্ড এর কাছে ভুল বার্তা দেওয়ার চেষ্টা করছে।
বিএনপি নেতা শাহীন আরো বলেন,আমি এই দুষ্কৃতিকারীদের ভিত্তিহীন ও মিথ্যাচার নিয়ে সাংবাদিকদের মাধ্যমে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
গাছা থানা বিএনপি’র সভাপতি বাবুল সিপাই’র সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন একটি কুচক্রীমহল আমাদের নেতাদের সুনাম নষ্ট করার জন্য এরকম করে যাচ্ছে তবে এ বিষয়টি খতিয়ে দেখবেন বলে আশ্বস্ত করেন।
গাছা থানার অফিসার ইনচার্জ আলী মোহাম্মদ রাশেদ বলেন, ইদানিং এই বিষয়গুলো মাথাচাড়া দিয়ে উঠেছে এর আগেও অনেক নেতাদের বিরুদ্ধে এই ধরনের গুজব ছড়ানোর অভিযোগ পেয়েছি এবং এই বিষয়গুলো খুব গুরুত্ব সহকারে দেখা হচ্ছে।