সোমবার, ২৫ অগাস্ট ২০২৫, ০৪:০৪ পূর্বাহ্ন
গাজীপুর মহানগর প্রতিনিধি : চুরির অপবাধে বৈদ্যুতিক খুঁটির সাথে বেঁধে অমানবিক নির্যাতনের শিকার হয়ে থানায় লিখিত অভিযোগ করেও বিচার না পাওয়ায় অভিমানে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে গার্মেন্টস শ্রমিক ওসমান।
বুধবার (২৭ ডিসেম্বর) নগরীর পূবাইল থানার মাজুখান এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শ্রমিক ওসমান (১৯) সে স্থানীয় মাজুখান এলাকার ওহাব আলী মাদবরের ছেলে এবং মাজুখান বেসিক গার্মেন্টস শ্রমিক।
জানা গেছে, গত ১৯ ডিসেম্বর রাত ৮টায় ওসমানকে বাড়ি থেকে ফোনে ডেকে নেন এলাকার প্রভাবশালী অহেদ খাঁ। পরে তাকে স্থানীয় চৌদ্দতলা বিল্ডিংয়ের সামনে নিচু জায়গায় নিয়ে বৈদ্যুতিক খুঁটির সাথে বেঁধে লোহার রড ও বাঁশের লাঠি দিয়ে বেধড়ক প্রহার করে।
খবর পেয়ে তার স্বজনরা সেখান থেকে উদ্ধার করে তাকে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে।
এ ব্যাপারে ওসমানের বাবা ওহাব আলী জানান, তিনি পূবাইল থানায় লিখিত অভিযোগ করলে ‘পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। বরং ছেলে বুকে ফিরে এসেছে, মরে তো আর যায়নি’-এমন শান্তনা দিয়ে চলে যেতে বলে। এদিকে চিকিৎসা শেষে হাসপাতাল থেকে বাড়ি ফিরে বুধবার অপমান-অভিমানে ও বিচার না পেয়ে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করে ওসমান। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
তবে এ ব্যাপারে পূবাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: কামরুজ্জামান বলেন, অভিযোগ পেয়ে ব্যবস্থা গ্রহণের আগেই ছেলেটি অভিমানে আত্মহত্যা করেছে।