বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ০৫:১৩ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক, গাজীপুর থেকে:: গাজীপুরের কালিয়াকৈরে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন এক পুলিশ সদস্য।
শনিবার (১৫ মার্চ) সকাল ৮টার দিকে উপজেলার মাওনা-ফুলবাড়ী আঞ্চলিক সড়কের নামাশুলাই এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে তিনি হলেন- অটোরিকশার চালক ওবায়দুল ইসলাম (৪২)। তার গ্রামের বাড়ি জামালপুর সদর উপজেলায়।
নিহত বাকি দুজনের মধ্যে একজন পুরুষ ও একজন নারী রয়েছেন। পুরুষের আনুমানিক বয়স ৬০ বছর এবং নিহত নারীর বয়স আনুমানিক ৫০ বছর। তবে তাদের নাম-পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।
এ ঘটনায় আহত পুলিশ সদস্যকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শনিবার সকালে শ্রীপুরের মাওনা চৌরাস্তা থেকে একটি সিএনজি অটোরিকশা যাত্রী নিয়ে কালিয়াকৈরের উদ্দেশে যাচ্ছিল। সকাল ৮টার দিকে কালিয়াকৈর উপজেলার কালিয়াকৈর-মাওনা আঞ্চলিক সড়কের নামাশুলাই এলাকায় পৌঁছালে ইটভর্তি একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই সিএনজি অটোরিকশার তিনজন নিহত হন। এ সময় এক পুলিশ সদস্য গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক (এসআই) কামরুল হাসান বলেন, তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে সিএনজি চালকের মরদেহ শনাক্ত করা গেছে। অপর দুজনের নাম-ঠিকানা জানার চেষ্টা চলছে।
পুলিশের এই কর্মকর্তা আরও জানান, দুর্ঘটনার পর ট্রাকটি আটক করলেও চালক পালিয়ে গেছেন বলে জানান।