সোমবার, ২৫ অগাস্ট ২০২৫, ১১:৩৬ অপরাহ্ন

গাজীপুরে গ্যাস বিস্ফোরণের ঘটনায়, বাবার পর ছেলের মৃত্যু

গাজীপুর প্রতিনিধি:: গাজীপুর মহানগরীর বোর্ডবাজার মুক্তারবাড়ী রান্না ঘরের রুমে জমে থাকা গ্যাস বিস্ফোরণের ঘটনায় বাবা মোঃ ফারমন মন্ডলের (৬৫) পরে মারা গেলেন ছেলে মিনারুল ইসলাম (৩৫)।

গত বৃহস্পতিবার (১৭ আগস্ট) জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মোঃ আতাউর রহমান একুশের কন্ঠকে বিষয়টা নিশ্চিত করেছেন।

তিনি জানান, বৃহস্পতিবার সকাল ১০টায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. তরিকুল ইসলাম জানান, ফরমান আলীর শরীরে ৯৫ শতাংশ দগ্ধ ছিল। ১৪ আগস্ট বিকাল সাড়ে ৪টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় দগ্ধ তার ছেলে মিনারুল ইসলাম (৩৫) আশঙ্কাজনক অবস্থায় আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। গতকাল সকালে তিনি ও মারা গেছেন।

এছাড়া দগ্ধ মিনারুলের মা খাদিজা বেগম (৬৫) ও শফিকুল ইসলাম (৩৪) গ্যাস মিস্ত্রির চিকিৎসা চলছে।

এছাড়া স্থানীয় বাসিন্দা ও পুলিশ জানায়, মিনারুল ইসলাম জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের একজন কর্মকর্তা ছিলেন। তিনি মহানগরীর বোর্ড বাজার মোক্তার বাড়ি এলাকার জমির উদ্দিন রোডে স্ত্রী সন্তান ও বাবা-মাকে নিয়ে বসবাস করতেন। রোববার (১৩ আগস্ট) বিকালে তাদের বাড়ির রান্নার গ্যাস সিলিন্ডারের গ্যাস শেষ হয়ে যাওয়ায় স্থানীয় বাজার থেকে আর একটি নতুন সিলিন্ডার কিনে নিয়ে আসেন। সিলিন্ডারটি চুলায় লাগানোর পর গ্যাস জ্বলছিল না। পরে সিলিন্ডারের দোকান থেকে মিস্ত্রি এনে মেরামতের সময় সিলিন্ডারের পাইপ লিকেজ হয়ে যায়। এতে কিছু গ্যাস ঘরে ছড়িয়ে পড়ে। পরে মিস্ত্রি গ্যাস পাইপটি মেরামত করেন।

তখন রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে মিনারুলের মা চুলা জ্বালাতে গেলে ঘরে জমে থাকা গ্যাস থেকে আগুন জ্বলে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে ঘরের জানালা দরজা ভেঙে যায়। এবং মা খাদিজা পাশের কক্ষে থাকা মিনারুল তার বাবা ও গ্যাসের মিস্ত্রি শফিকুল ইসলাম দগ্ধ হন। এ সময় তার স্ত্রী ও সন্তান পাশের অন্য একটি কক্ষে থাকায় রক্ষা পান। পরে আশেপাশের লোকজন তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করেন।

গাজীপুরের গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্যাস বিস্ফোরণে আহত চারজনের মধ্যে দুইজন মারা গেছেন। বাকি দুজন চিকিৎসাধীন আছেন। এ বিষয়ে খোঁজখবর রাখা হচ্ছে। যেহেতু এটা দুর্ঘটনা, আমরা আইনি ব্যবস্থা নেব।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com