শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫, ০২:৩৫ অপরাহ্ন

গাজীপুরে কেমিক্যাল কারখানার আগুন নিয়ন্ত্রণে

গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ি গ্রামে এএসএম কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড নামের কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ১২টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এখনও আগুন লাগার কারণ ও ক্ষয়-ক্ষতির পরিমাণ জানা যায়নি।

বুধবার (৩ নভেম্বর) রাতে গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আব্দুল হামিদ মিয়া আগুন নিয়ন্ত্রণে আনার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, কেমিক্যাল কারখানায় লাগা আগুন বুধবার রাত ১১টা ৪০ মিনিটে নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। বুধবার সন্ধ্যায় কারখানায় আগুন লাগার পরপরই ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রথমে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। পরে আরও পাঁচটি ইউনিট এসে কাজে দেয়। আগুন বাড়তে থাকায় পরে আরও চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। মোট ১২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। এ ঘটনায় এখনও কারও নিখোঁজ ও হতাহতের খবর পাওয়া যায়নি।

কারখানার সিনিয়র ব্যবস্থাপক (অ্যাডমিন) রেজাউল করিম জানান, কারখানায় দুপুর ২টা থেকে রাত ১০টার শিফটের কাজ চলছিল। এসময় ৫৫ থেকে ৫৬ জন শ্রমিক বিভিন্ন প্লান্টে দায়িত্বরত অবস্থায় ছিলেন। আগুনের সূত্রপাত দেখে তারা দ্রুত নিরাপদে সরে আসেন। কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে তিনি ধারণা করছেন।

উল্লেখ্য, চলতি বছরের ১১ ফেব্রুয়ারি একই কারখানায় হাইড্রোজেন পার অক্সাইড প্লান্টে আগুনে চার জন নিহত হয়েছিল।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com