বৃহস্পতিবার, ০৭ অগাস্ট ২০২৫, ১১:০৯ অপরাহ্ন
আন্তর্জাতিক ডেস্ক, একুশের কণ্ঠ:: ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় বুধবার খাদ্যের অপেক্ষায় থাকা মানুষের ভিড়ের ওপর একটি ত্রাণবাহী ট্রাক উল্টে কমপক্ষে ২৫ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরো অনেকে।
রাষ্ট্রীয় বার্তাসংস্থা ওয়াফা জানিয়েছে, ইসরাইলি সেনাবাহিনীর চাপের মুখে ট্রাকটি একটি ঝুঁকিপূর্ণ রাস্তায় যেতে বাধ্য হয় এবং সেখানেই দুর্ঘটনাটি ঘটে। তবে ঠিক কোথায় এই ঘটনা ঘটেছে, তা স্পষ্টভাবে উল্লেখ করা হয়নি।
এদিকে একটি হাসপাতাল সূত্র জানিয়েছে, দক্ষিণ গাজার পশ্চিম রাফাহতে একটি বিতরণ কেন্দ্রের কাছে ত্রাণের জন্য অপেক্ষা করার সময় ইসরাইলি বাহিনীর গুলিতে পাঁচ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়াও মধ্য গাজার নুসাইরাত শরণার্থী শিবিরে ইসরাইলি হামলায় একই পরিবারের পাঁচ সদস্য নিহত এবং ২০ জনেরও বেশি আহত হয়েছেন।
গাজা শহরে বাস্তুচ্যুত পরিবারগুলোর একটি তাঁবুতে ইসরাইলি ড্রোন হামলায় ছয় মাস বয়সী একটি শিশু নিহত হয়েছে। একই শহরের আরো দুটি বাড়িতে ইসরাইলি হামলায় শিশুসহ আট ফিলিস্তিনি নিহত হয়েছেন। গাজা উপত্যকার মধ্যাঞ্চলীয় দেইর আল-বালাহতে বাস্তুচ্যুতদের আশ্রয়কেন্দ্রের একটি তাঁবুতে ইসরাইলি সেনাবাহিনীর গুলিবর্ষণে আরো পাঁচ ফিলিস্তিনি নিহত হয়েছেন।
গত ১৮ বছর ধরেই গাজা ইসরাইলের অবরোধের মুখে রয়েছে। চলতি বছরের ২ মার্চ থেকে ইসরাইল সেখানকার সব প্রবেশ পথ বন্ধ করে দিয়েছে। ফলে মানবিক ত্রাণ প্রবেশে বাধা সৃষ্টি হচ্ছে। এতে ২৪ লাখ মানুষের জীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।
গাজার সরকারি মিডিয়া অফিসের তথ্য অনুযায়ী, ২৭ জুলাই থেকে গাজায় ইসরাইল মাত্র ৮৪৩টি ত্রাণের ট্রাক প্রবেশের অনুমতি দিয়েছে। কিন্তু গাজার বাসিন্দাদের দৈনন্দিন চাহিদা মেটাতে সেখানে প্রতিদিন ছয় হাজার ট্রাক প্রবেশের প্রয়োজন।
সূত্র : আনাদোলু অ্যাজেন্সি