রবিবার, ৩১ অগাস্ট ২০২৫, ০৮:৪৪ অপরাহ্ন

গাজায় ইসরাইলি হামলায় আরো ৭৭ ফিলিস্তিনি নিহত

যুদ্ধবিধ্বস্ত গাজা । ছবি- সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক, একুশের কণ্ঠ:: ফিলিস্তিনের অবরুদ্ধ গাজাজুড়ে ইসরাইলি বাহিনীর হামলায় কমপক্ষে ৭৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে উত্তর গাজা সিটিতেই নিহত হয়েছেন ৪৭ জন। ইসরাইলি বাহিনী শহরটি দখল এবং সেখানে বসবাসকারী প্রায় ১০ লাখ ফিলিস্তিনিকে বাস্তুচ্যুত করতে তাদের অভিযান আরো তীব্র করেছে।

শনিবারে (৩০ আগস্ট) ইসরাইলি বাহিনীর হাতে নিহত হওয়া ফিলিস্তিনিদের মধ্যে ১১ জন রয়েছেন, যারা ত্রাণ নিতে গিয়ে গুলিবিদ্ধ হয়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় অনাহার ও অপুষ্টিতে তিন শিশুসহ আরো ১০ জন মারা গেছেন।

এদিকে গাজা সিটিতে ইসরাইলি বাহিনী পরপর তিনটি হামলা চালিয়েছে। এতে একটি অ্যাপার্টমেন্ট ভবন ভেঙে পড়েছে এবং কমপক্ষে সাতজন নিহত হয়েছেন। শিশুসহ আহত হয়েছে আরো বেশ কয়েকজন ।

আল জাজিরা জানিয়েছে, ইসরাইল গাজা সিটিকে যুদ্ধক্ষেত্র ঘোষণা করার পর থেকে এটিই তাদের সর্বশেষ আক্রমণ। ইসরাইলি বাহিনী ঘনবসতিপূর্ণ এলাকায় তাদের বিমান হামলা বাড়িয়েছে। ফলে আরো মানুষ বাস্তুচ্যুত হচ্ছে।

ইসরাইলি সেনাবাহিনীর অবিরাম বোমাবর্ষণ থেকে পালিয়ে আসা পরিবারগুলো নুসেইরাত শরণার্থী শিবিরের কাছে এবং মধ্য গাজার দেইর আল-বালাহর কাছে অস্থায়ী তাঁবু স্থাপন শুরু করেছে। তাদের বেশিভাগই একাধিকবার তাদের বাড়ি ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন।

গাজা সিটি দখল এবং সেখানে বসবাসকারী প্রায় ১০ লাখ ফিলিস্তিনিকে বাস্তুচ্যুত করার প্রচেষ্টার অংশ হিসেবে আগস্টের শুরু থেকে ইসরাইলি বাহিনী গাজা সিটিতে লাগাতার বোমাবর্ষণ চালিয়ে যাচ্ছে।

শুক্রবার ইসরাইলি সামরিক বাহিনী জানিয়েছে, তারা তাদের আক্রমণের ‘প্রাথমিক পর্যায়’ শুরু করেছে এবং অঞ্চলটির বৃহত্তম নগর কেন্দ্রটিকে ‘যুদ্ধাঞ্চল’ ঘোষণা করেছে।

সূত্র : আল জাজিরা

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com