বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ০৯:৪০ অপরাহ্ন

গাছের সাথে এ কেমন শত্রুতা?

গাছের সাথে এ কেমন শত্রুতা?

নিজস্ব প্রতিনিধি:: কলা বাগান করেই সংসার চলে কৃষক সাইফুল ইসলাম ওরফে স্বপনের। কিন্তু জমির শত্রুতা যে কলা বাগানের সাথে এটা তিনি বুঝতেই পারেননি। সকালে বাগানে গিয়ে ক্ষয়ক্ষতি দেখে নির্বাক স্বপন। তাঁর বাগানের প্রায় এক হাজার কলাগাছ কেটে ফেলেছে দুবৃর্ত্তরা।

ঢাকার দোহার উপজেলার পৌর এলাকার ইসলামপুর গ্রামে মঙ্গলবার ভোরে এ ঘটনা ঘটে। কিছু দিন আগেও প্রায় ৫ শতাধিক কলা গাছ কেটে ফেলে দুবৃর্ত্তরা।

প্রত্যক্ষদর্শী নুরুজ্জামান জানান, ভোরে একদল দুর্বৃত্ত কলা বাগানে প্রবেশ করে কলাসহ গাছগুলো কেটে ফেলে। এ অবস্থা দেখে তিনি বাগানের মালিক কৃষক স্বপনকে জানান। সংবাদ পেয়ে স্বপন বাগানে গিয়ে এ অবস্থা দেখে চিৎকার দেন। এসময় আশপাশের লোকজন এসে সজিব নামে একজনকে বাগানের পাশে দাঁড়িয়ে থাকতে দেখেন। তাঁকে সবাই আটক করেন। বাগানের ভেতর থাকা অন্যরা পালিয়ে যায়।

ক্ষতিগ্রস্ত স্বপন অভিযোগ করেন, ভোরবেলা গ্রামবাসীর দেওয়া তথ্যমতে জানতে পারি দুর্বৃত্তরা বাগানের কলা গাছ কেটে ফেলছে। সজিব নামে একজনকে আটক করলে স্থানীয় গণ্যমান্যরা শালিসী মীমাংসা করবে বলে তাঁকে ছেড়ে দিতে বলে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। সজিবের মা সাজু বেগম ও খালাদের সাথে দীর্ঘদিন ধরেই এই জমি নিয়ে বিরোধ চলছে বলে জানা গেছে।

স্বপন জানান, প্রবাস থেকে ফিরেই কলা বাগান করেন। এতে অনেকটা স্বচ্ছলতাও ফিরেছে তাঁর। তিনি বলেন, আমার সর্বনাশ করেছে ওরা। এই কলা বাগান ও সবজি চাষ করেই আমার স্ত্রী এক ছেলে ও এক মেয়ের সংসার চলে। তিনি এ ধরনের অপরাধের ন্যায় বিচার দাবি করেন।

দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম মুঠোফোনে বলেন, ঘটনাস্থলে পুলিশ গিয়ে দেখেছে। লিখিত অভিযোগ পেলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com