বুধবার, ৩০ Jul ২০২৫, ০৫:৫৯ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, একুশের কন্ঠ : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-২ আসনের পর এবার গাইবান্ধা-৫ আসনের ভোট স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)। ভোটের একদিন আগে শুক্রবার (৫ জানুয়ারি) সন্ধ্যায় এ তথ্য জানিয়েছে ইসি।এর ফলে আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে ভোটগ্রহণ হবে না।
দ্বাদশ সংসদ নির্বাচনে এবার গাইবান্ধা-৫ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগের প্রার্থী মাহমুদ হাসান রিপন (নৌকা), আওয়ামী লীগের স্বতন্ত্র ফারজানা রাব্বী বুবলী (ট্রাক), শামসুল আজাদ শীতল (ঈগল পাখি), বিকল্প ধারা বাংলাদেশের জাহাঙ্গীর আলম (কুলা) এবং এনপিপির ফারুক মিয়া (আম)।