শনিবার, ৩০ অগাস্ট ২০২৫, ০৫:৩০ পূর্বাহ্ন
লাইফস্টাইল ডেস্ক:: গরম চলে এসেছে, আর গরমের সঙ্গে সঙ্গে বাজারে আসতে শুরু করেছে গ্রীষ্মকালীন ফল। গরম এবং ফল দুটোই এসেছে কিন্তু এই সময় অধিক তাপে ত্বকের সৌন্দর্য নষ্ট হয়। প্যাচপ্যাচে ঘাম, রোদের তাপ সব মিলিয়ে বিচ্ছিরি অবস্থা। এই অবস্থা থেকে মুক্তি পেতে দরকার বিশেষ যত্ন। যেহেতু এই সময় তরমুজ সহজলভ্য, নিয়মিত তরমুজ খাওয়ার পাশাপাশি ত্বকের যত্নে স্ক্রাবও তৈরি করে নিতে পারেন। তরমুজ দিয়ে কীভাবে ত্বকের যত্ন করবে তারই কয়েকটি নমুনা দেওয়া হলো।
১) তরমুজে থাকা অ্যামাইনো এসিড চুলের বেড়ে ওঠার জন্য দারুণ উপকারী। তাই চুলের জন্য তরমুজের শরবত পান করতে পারেন, তরমুজ এমনি খেতে পারেন, কিংবা তরমুজের নির্যাস সপ্তাহে একদিন তেলের সঙ্গে মিশিয়ে চুলে দিতে পারেন। এক ঘণ্টা পর চুল ধুয়ে ফেলতে হবে।
২) তরমুজের সঙ্গে সুজির দানা মিশিয়ে স্ক্রাব তৈরি করে আধঘণ্টা করে মুখে রাখুন। সপ্তাহে অন্তত দু’দিন এই স্ক্রাব ব্যবহার করলে ত্বকের সজীবতা অক্ষুণ্ন থাকবে।
৩) তরমুজ স্কিনের টোনারের কাজ করে বলে দাবি করেন রূপ বিশেষজ্ঞরা। তরমুজের রস নিয়মিত ব্যবহারে মরা ত্বক ঝরে পড়ে।
৪) ব্রণের প্রকোপ কমায় তরমুজ। তরমুজের খোসার সঙ্গে মুসুরের ডালের পেস্ট নিয়মিত মাখলে ত্বক হয়ে ওঠে সজীব ও সুন্দর।
৫) গরমকালে ত্বকের তেলতেলা ভাব নিয়ে সবাই চিন্তিত। তরমুজের নির্যাসই এটি দূর করবে।
তাহলে আর দেরি কেনও, নিয়মিত ব্যবহার করুন তরমুজের রস। আর অধিক উপকার পাওয়া যাবে নিয়মিত খেলে। তরমুজ খান ও ত্বকে ব্যবহার করুন।