রবিবার, ১৭ অগাস্ট ২০২৫, ০৬:২২ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর : বুধবার (২০ মার্চ) ফরিদপুর জেলার বিভিন্ন স্থান থেকে ২৪ ঘণ্টায় মাদক বিক্রয়, সেবন এবং বিভিন্ন মামলায় ৪৩ জনকে গ্রেপ্তার করেছে থানা ও ডিবি পুলিশ। এ ব্যাপারে পাঁচটি মামলা দায়ের করা হয়েছে।
ফরিদপুরের ডিস্ট্রিক্ট ইন্টেলিজেন্স অফিসার (ডিআইও -১) মো. আসলাম হোসেন বলেন, গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন স্থান থেকে তিন মাদক বিক্রেতা ও চার মাদকসেবীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় সাত’শ পিস ইয়াবা ও ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
এ ব্যাপারে মাদক আইনে দুটি মামলা হয়েছে।
এ ছাড়া নিয়মিত মামলা, গ্রেপ্তারি ও সাজা পরোয়ানাভুক্ত ৩৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং এ ব্যাপারে তিনটি মামলা হয়েছে বলে জানান ডিআইও