শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫, ০৮:২৬ অপরাহ্ন

গণধোলাই খেয়ে পালিয়েছে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়া প্রতারক চক্রের মূল হোতা

রাণীশংকৈল,ঠাকুরগাঁও প্রতিনিধি॥
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে বিভিন্ন চাকুরির নাম করে অনেকের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়া প্রতারক চক্রের মূল হোতা মো.আশিরউদ্দিন আসির (৪০) নামে এক প্রতারক চক্র জনতার হাতে গণধোলাইয় খেয়ে পালানোর ঘটনা ঘটেছে। শনিবার ২ জুন রাত ১০ টার দিকে পৌরশহরের শান্তিপুর এলাকায় এ ঘটনা ঘটে। আসিরউদ্দিন পাশ্ববর্তী হরিপুর উপজেলার বহতি গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে ও তার মা আছিয়া বেগম হরিপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান। এবং আশির হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চতুর্থ শ্রেণির একজন সরকারি কর্মচারী।

বর্তমানে সে রাণীশংকৈল পৌরসভার শান্তিপুর এলাকায় তাঁর নিজের বাড়িতে থাকেন। এছাড়াও রাণীশংকৈল পৌরশহরে তার একাধিক বাড়ি রয়েছে বলে অনেক ভুক্তভোগী জানান। জানা গেছে ঘটনার দিন রাতে শান্তিপুর মৌড়ের আলতাফের চায়ের দোকানের সামনে বিদেশে পাঠানোর নাম করে টাকা নেয়া বাবুল নামে এক ভুক্তভোগী আসিরের কাছে পাওনা টাকা চাইতে গেলে আসির ভুক্তভোগী বাবুলের উপর ক্ষীপ্ত হয়ে বাবুলকে মারার জন্য তেড়ে আসে এবং বিভিন্ন হুমকি প্রদান করলে সেখানে উপস্থিত জনতা তার এরকম ঔদ্ধত্যপূর্ণ কর্মকান্ডে আসির উদ্দিন আসিরকে গণধোলাই দিতে থাকলে, কৌশলে সে পালিয়ে যায়।

আসির চাকরি বানিজ্য ও প্রতারক চক্রের সদস্য বলে শান্তিপুর এলাকার ফারুক, রাজ্জাক বাবুলসহ অনেকেই জানান। তারা আরো জানান আশির বিদেশে লোক পাঠানোসহ বিভিন্ন সরকারি চাকুরী দেওয়ার নাম করে প্রায় শতাধিক মানুষের কাছ থেকে সে কোটি খানেকের অধিক টাকা হাতিয়ে নিয়েছে। ভুক্তভোগীরা টাকা ফেরত চাইতে গেলে ক্ষমতার দাপট দেখিয়ে সে তাদেরকে বিভিন্ন ধরনের হুমকি দেন। চাকুরী না পেয়ে এবং বিদেশে যেতে না পেরে এসব মানুষ বর্তমানে সর্বশান্ত হয়ে পড়েছে।

স্থানীয় বিভন্ন জনপ্রতিনিধিসহ অনেককে অভিযোগ করলে কোন সুবিচার পাইনি ভুক্তভোগীরা। ঘটনার দিন ভুক্তভোগী বাবুলের চাচাতো ভাই রাণীশংকৈল উপ সহকারী কৃষি অফিসার সাদেকুল ইসলাম, তার চাচাতো ভাইকে বিদেশে পাঠানোর জন্য নেয়া ১৬ লাখ পাওনা টাকা আশিরের কাছ থেকে ফেতর চাইতে গেলে, সে তার উপর চড়াও হয়। তাকে মিথ্যা মামলা, ও প্রাণ নাশের হুমকি দেয়। পরদিন সকালে আশির সাদেকুলকে মেরে ফেলার হুমকি পর্যন্ত দেয়। এবং সাদেকুলের শ্বশুর বাড়িতে গিয়ে সে বলেন এক বছরের মধ্যে আপনাদের মেয়ে বিধবা হবে। দেখবেন সাদেকুল কোথাও মরে পড়ে রয়েছে।

এ নিয়ে সাদেকুল তার বিরুদ্ধে রাণীশংকৈল থানায় একটি লিখিত অভিযোগ করেন। প্রতারক চক্রের হোতা আশিরকে তার মুঠোফোনে অনেকবার যোগাযোগ করা হলে তাকে ফোনে পাওয়া যায়নি। এ ব্যাপারে রাণীশংকৈল থানা ভরপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়ন্ত কুমার সাহা জানান, অভিযোগ পেয়েছি। আমরা আইনগত ব্যবস্থা নিচ্ছি।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com