বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ০৫:২০ অপরাহ্ন
গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি::
রংপুরের গঙ্গাচড়া মডেল থানার অফিসার ইনচার্জ মশিউর রহমান থানার যেকোন সেবা পেতে কোন মাধ্যম ছাড়াই তার সাথে যোগাযোগ করার জন্য উপজেলাবাসীর প্রতি অনুরোধ জানিয়েছেন।
গত শুক্রবার রাতে ওসি গঙ্গাচড়া থানার ফেসবুক আইডি থেকে এ ঘোষণা দেন তিনি।
জানা যায়, সেবা পেতে এক শ্রেণীর মানুষ বিভিন্ন মাধ্যমে থানায় যোগাযোগ করেন। এতে ওই লোকগুলো প্রতারিত হয়। মাধ্যম মারফত যোগাযোগের কারণে অনেক সময় ওসিকে বিব্রত হতে হয়। সেবা গ্রহণকারীরা যাতে প্রতারিত না হয় এ জন্য তিনি এ ঘোষণা দেন। ওসি মশিউর রহমান গত ৩০ নভেম্বর ২০১৭ইং তারিখে গঙ্গাচড়া মডেল থানায় যোগদান করেন। এর আগে তিনি গাইবান্ধা জেলার ফুলছড়ি থানা ও ঠাকুরগাঁও সদর থানায় ওসি হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করেন। এ থানায় যোগদানের পর থেকেই তিনি থানা এলাকা থেকে মাদক, সন্ত্রাস, বাল্য বিয়ে ও জঙ্গীবাদ রোধে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন। তার কঠোরতার কারনেই কমে এসেছে এসব অনৈতিক কাজ। থানায় মাধ্যম ছাড়াই সেবা গ্রহণকারীদের যোগাযোগের ঘোষনা দেওয়ায় এ থানার জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, শিক্ষক, সাংবাদিক, সুশীল সমাজের নেতৃবৃন্দসহ সাধারণ মানুষ ওসি মশিউর রহমানের ভূয়সী প্রশংসা করে তাকে সকল কাজে সহযোগীতার আশ্বাস দেন।
এ বিষয়ে ওসি মশিউর রহমান এ প্রতিবেদককে বলেন, থানা সকলের জন্য উন্মুক্ত। কিন্তু থানায় সেবা পেতে বেশীরভাগ সেবা গ্রহণকারী মাধ্যম নিয়ে আমার কাছে আসে। এতে ওই লোকগুলো প্রতারিত হয়। সেবা গ্রহণকারীরা যাতে প্রতারিত না হয় এ জন্য আমি ঘোষণা দিয়েছি।