বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ০৫:১৬ অপরাহ্ন
গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি::
রংপুরের গঙ্গাচড়া মডেল থানা পুলিশ ৫১ পিচ ইয়াবাসহ ৪ মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ। আটক মাদক বিক্রেতারা হলেন- উপজেলার আলমবিদিতর ইউনিয়নের ব্রম্মোত্তর গ্রামের মৃত হোসেন আলীর ছেলে রফিকুল ইসলাম (৩৫), বাচ্চু মিয়ার ছেলে রাহেদুল (২৫), গঙ্গাচড়া ইউনিয়নের গঙ্গাচড়া মাছ বাজার সংলগ্ন গ্রামের ঈমান আলীর ছেলে আব্দুল আলীম (৩০) ও খলেয়া ইউনিয়নের বটতলা দোলাপাড়া গ্রামের মৃত আব্দুল হাকিমের ছেলে আজাহার আলী (৫০)।
থানা পুলিশ জানায়, বুধবার রাতে আটককৃতরা উপজেলার আলমবিদিতর ইউনিয়নের ব্রম্মোত্তর গ্রামের জামে মসজিদ সংলগ্ন রাস্তায় ইয়াবা বিক্রি করতে থাকে। এসময় গোপন সংবাদে জেলা পুলিশ সুপার রংপুরের নির্দেশে গঙ্গাচড়া মডেল থানার অফিসার ইনচার্জ মশিউর রহমান, পুলিশ পরিদর্শক (তদন্ত) সুশান্ত কুমার সরকার, এস,আই আবু বরকত মোঃ ফকরুল আলম, এ,এস,আই রাখিমুজ্জামান রানা সঙ্গীয় ফোর্সসহ ইয়াবা বিক্রির সময় তাদের আটক করে।
গঙ্গাচড়া মডেল থানার অফিসার ইনচার্জ মশিউর রহমান বলেন, আটককৃতদের জিজ্ঞাসাবাদ শেষে মাদক আইনের মামলায় জেল হাজুতে প্রেরণ করা হয়েছে।