শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ০১:৫০ পূর্বাহ্ন

গঙ্গাচড়ায় মানস নদী খনন উদ্বোধন ও ফ্লাট সেন্টারের ভিত্তি প্রস্থর

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি::

অবশেষে শনিবার স্মৃতি থেকে হারিয়ে যাওয়া তিস্তার শাখা মানস নদীর পুন:খনন কাজের শুভ উদ্বোধন ও ফ্লাট সেন্টারের ভিত্তি প্রস্থর করলেন জাতীয় পার্টি মহাসচিব ও সংসদে বিনোধীদলীয় চিফ হুইপ মশিউর রহমান রাঙ্গা এমপি।

৬৪ জেলার অভ্যন্তরস্থ ছোট নদী, খাল ও জলাশয় পুন:খনন প্রকল্পের আওতায় ২০১৮-২০১৯ অর্থবছরে ৪ কোটি টাকা ব্যয়ে ১৫ কিলোমিটার এলাকা খনন করা হবে। রংপুর পানি উন্নয়ন বোর্ডের পওর বিভাগ এ কর্মসূচী বাস্তবায়ন করবে। গতকাল এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর-১ আসনের সংসদ সদস্য, জাতীয় পার্টি মহাসচিব ও সংসদে বিরোধীদলীয় চিফ হুইপ মশিউর রহমান এম.পি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সাবেক উপজেলা চেয়ারম্যান, গঙ্গাচড়া উপজেলার আওয়ামীলীগ এর আহŸায়ক এবং উপজেলা চেয়ারম্যান প্রার্থী রুহুল আমিন, মর্ণেয়া ইউপি চেয়ারম্যান, মোসাদ্দেক আলী আজাদ, গজঘন্টা ইউপি চেয়ারম্যান আজিজুল ইসলাম, ল²ীটারী ইউপি চেয়ারম্যান আব্দুলøাহ আল হাদী প্রমুখ।

এ সময় বক্তব্য রাখেন রংপুর পানি উন্নয়ন বোর্ডের তত্বাবধায়ক প্রকৌশলী হারুন অর রশিদ, গঙ্গাচড়া উপজেলা জাতীয় পার্টি সভাপতি সামসুল ইসলাম প্রমুখ। হাবু বালারঘাট সরকারি প্রাথমিক স্কুল মাঠে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রংপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মেহেদী হাসান।

উল্লেখ্য, নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার কুজি পাড়া গ্রামে তিস্তার শাখা নদী হিসেবে মানাস নদীর উৎপত্তি। গঙ্গাচাড়া উপজেলার লক্ষীটারী, গজঘন্টা ও মর্ণেয়া ইউনিয়নের মধ্যে দিয়ে কাউনিয়া উপজেলার হারাগাছ বন্দরের পশ্চিম দিক দিয়ে প্রবাহিত হয়ে পীরগাছা উপজেলায় প্রবেশ করেছে। এরপর মানাস নদী আলাইকুড়ি নদীকে সাক্ষাৎ দিয়ে সুন্দরগঞ্জ উপজেলার ভিতর দিয়ে যমুনায় পড়েছে। বর্তমানে মানাস নদী ৮৮ কিলোমিটার জুড়ে শুকিয়ে গেছে। এরপরে লটারী ইউনিয়নের চরইশোরকোল নিম্নমাধ্যমিক বিদ্যালয়ে ফ্লাট সেন্টারের ভিত্তি প্রস্থর স্থাপন করেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com