শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ০২:২২ পূর্বাহ্ন
গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি::
রংপুরের গঙ্গাচড়ায় মারপিট করে নিজ মালিকানাধীন ভোগ দখলীয় জমি জোরপূর্বক দখল করার অভিযোগ পাওয়া গেছে ভাইয়ের বিরুদ্ধে। এ ঘটনায় ক্ষতিগ্রস্থ জমি মালিক থানায় অভিযোগ দায়ের করেছেন। তিনি তার জমি উদ্ধারে আইন-শৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করেন। ঘটনাটি ঘটেছে উপজেলার গঙ্গাচড়া ইউনিয়নের চেংমারী পশ্চিম মান্দ্রাইন গ্রামে।
জানা যায়, ওই গ্রামের মৃত ছগির উদ্দিনের দুই পুত্র আলতাব হোসেন ও আফজাল হোসেনের মধ্যে দীর্ঘদিন থেকে জমি জমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল। ঘটনার দিন গত ২৭ নভেম্বর আফজাল ও তার স্ত্রীসহ আত্মীয়-স্বজন মিলে দেশীয় অস্ত্র নিয়ে আলতাবের বাড়ির পার্শ্ববর্তী নিজ নামীয় ভোগ দখলীয় জমিতে প্রবেশ করে জমিতে থাকা বেশ কিছু সুপারি গাছ কর্তন করে। এতে আলতাব ও তার স্ত্রীসহ ছেলেরা বাঁধা প্রদান করলে দখলকারীরা তাদেরকে বেধম মারপিট করে। মারপিটে আলতাবের পরিবারের সবাই গুরুতর আহত হলে প্রতিবেশীরা তাদেরকে চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এ সুযোগে আফজাল ও তার স্ত্রী, ছেলেসহ আত্মীয়-স্বজনরা আলতাবের ১১ শতক জমি দখল করে। এ ঘটনায় ক্ষতিগ্রস্থ আলতাব হোসেন বাদী হয়ে আফজালসহ তার পরিবারের ৭ জন সদস্যের নামে গঙ্গাচড়া মডেল থানায় অভিযোগ দায়ের করেন।
এ বিষয়ে গঙ্গাচড়া মডেল থানার অফিসার ইনচার্জ মশিউর রহমান বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।